শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) : বগুড়ার নন্দীগ্রামে রোজামনি ট্রেডার্সে নিবন্ধনবিহীন ধানের বীজ বেচাকেনা করতেন মেহেদী হাসান পুলু। অসাধু এই ব্যবসায়ীকে হাতেনাতে ধরার পর জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সড়কের পশু হাসপাতাল সংলগ্ন মেসার্স রোজামনি ট্রেডার্সে অভিযান চালিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রোহান সরকার। সঙ্গে ছিলেন বগুড়া জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার কৃষিবিদ আদনান বাবু, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ গাজিউল হক, অতিরিক্ত কৃষি অফিসার অপূর্ব ভট্টাচার্য্য ও একদল পুলিশ।
জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান ও তল্লাশি চালানো হয়। সেখানে নিবন্ধনবিহীন ধানের বীজ পাওয়া যায়। অসাধু ব্যবসায়ী ধান এনে বীজ হিসেবে বিক্রয় করতেন। বীজগুলো বেচাকেনার যোগ্য না হওয়ায় খাওয়ার ধান হিসেবে বিক্রয় শর্তে বীজ আইনে প্রতিষ্ঠানের ৪ হাজার টাকা জরিমানা আদায় করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক। অর্থদন্ডিত মেহেদী হাসান পুলু উপজেলার দলগাছা এলাকার মোবারক হোসেনের ছেলে।
জেলা বীজ প্রত্যয়ন অফিসের বহিরাঙ্গন অফিসার কৃষিবিদ আদনান বাবু জানান, অর্থদন্ডিত ব্যক্তি দীর্ঘদিন ধরে অনিবন্ধিত ধান বীজ বেচাকেনা করতেন। বীজগুলো রোপন যোগ্য না। ধান থেকে চাল করে খাওয়া যাবে। সেই শর্তে জরিমানা করে রোজামনি ট্রেডার্সকে সতর্ক করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান