(বগুড়া) প্রতিনিধি : মহান বিজয় দিবস উপলক্ষে বগুড়ার বাইকিং কমিউনিটি স্মার্ট বাইকার্সের আয়োজনে সকাল ১১টায় একটি র্যালী নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজয় র্যালী শেষে বগুড়া সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের মিফতাহুল খঈর হাফেজিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। এছাড়াও গ্রুপের সদস্যরা মাটিডালী এতিমখানা এবং চেলোপাড়াস্থ আশ্রম ছাড়াও বগুড়ার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রকৃত ছিন্নমূল এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরন কার্যক্রম করে। এসময় উপস্থিত ছিলেন গ্রুপের ফাউন্ডার এডমিন মোমিনুর রহমান রাশেদ, অভিজিৎ রায়, মডারেটর মাসুদ রানা মিঠু, শফিকুল ইসলাম বিপ্লব, মাহফুজ খান রাকিব, আফ্রিদী হাসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন এডভোকেট শাহরিয়ার জামান, বগুড়া জেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক (অতিরিক্ত দায়িত্ব) শাফায়াত সজল, সদস্য ইঞ্জিনিয়ার রসুল খন্দকার, কাইসার মুকুল, মনির হোসেন বাবু, শাহনেওয়াজ হোসেন, সোহাগ হাসান, হোরাইরা সুইট, ইমন চৌধুরী এবং গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ। আলোচনা সভায় স্মার্ট বাইকার্স এর সদস্যগণ তাদের বক্তব্যে বলেন, “সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আমরা আমাদের অবস্থান থেকে সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই যাতে করে সমাজের সুবিধাবঞ্চিতরা শীতে কষ্ট না পায়”। এদিকে বিজয় দিবিস উপলক্ষে আনন্দ র্যালীতে জাতীয় পতাকা বাইকে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে বাইকারদের এমন আয়োজনের প্রশংসা করছেন স্থানীয়রা।
শিরোনাম :
বগুড়ায় স্মার্ট বাইকার্সের আয়োজনে বিজয় র্যালী এবং শীতবস্ত্র বিতরণ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:১৭:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪
- ১২৯৭ বার
Tag :
জনপ্রিয় সংবাদ