(নওগাঁ) প্রতিনিধি: “নতুন বাংলাদেশের জন্য যুব উৎসব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর বদলগাছীতে আন্তঃ কারিগরি ও ব্যাণিজ্যিক কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে টি ১০ ক্রিকেট টুর্ণামেন্ট উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে বদলগাছী কারিগরি ও ব্যাণিজ্যিক কলেজের আয়োজনে উপজেলার ফতেজঙ্গপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠে টুর্ণামেন্টর উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিউল আলম। এ সময় বদলগাছী কারিগরি ও বাণিজ্যিক কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ গোলাম কিবরিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আধাইপুর বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ হাবিবুজ্জামান রান্টু, ছোট কাবলা বিজনেস এন্ড ম্যানেজমেন্ট কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ফতেজঙ্গপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার আব্দুল গাফ্ফার, বদলগাছী প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমদাদুল হক দুলু ও আবু সাইদ। উক্ত ক্রিকেট টি ১০ টুর্ণামেন্টে উপজেলার তিনটি কারিগরি ও বাণিজ্যিক কলেজের শিক্ষর্থীরা অংশগ্রহণ করেন।#
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান