মো.আরিফুল ইসলাম,বাউফল প্রতিনিধি:
পটুয়াখালীর বাউফল রিপোর্টার্স ইউনিটির সদস্য ও দৈনিক মুক্ত খবরের বাউফল উপজেলা প্রতিনিধি ইকবল হোসেনের বাসায় দুর্ধর্ষ চুরি ঘটনা ঘটেছে । সংঘবদ্ধ চোরের দল বাসার আলমারী ও ব্রিফকেস ভেঙ্গে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
গতকাল রাতে পৌরসভার ৭নং ওয়ার্ডের গুলশান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ইকবল হোসেন জানান, দীর্ঘদিন যাবৎ তারা তার শশুর বাড়ী অবস্থান করছিলেন। এ সুযোগে চোরের দল বাসার দরজার তালা খুলে ভিতরে প্রবেশ করে আলমারী ও বিভিন্ন ব্রিফকেস ভেঙ্গে দেড় ভরি স্বর্ণালংকার ও প্রায় চল্লিশ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
প্রশাসনের কাছে তদন্ত সাপেক্ষে চোর শনাক্ত করে আইনের আওতায় এনে বিচারে দাবি জানিয়েছেন স্থানীয়রা।
বাউফল থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন জানান- অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান