নিজস্ব সংবাদদাতা
বুড়িমারী স্থলবন্দরে বিজিবি টহল দল কর্তৃক ভারতীয় অবৈধ মালামাল সহ ০১ জন ভারতীয় নাগরিক ও ট্রাক আটক।
শনিবার সন্ধ্যায় বুড়িমারী স্থলবন্দর এ ঘটনা ঘটে। লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলাধীন বুড়িমারী স্থলবন্দরের দায়িত্বে নিয়োজিত ৬১ বিজিবি তিস্তা-২ ব্যাটালিয়নের বুড়িমারী বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আবুল কাশেম এর নেতৃত্বে দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ৮৪২/১ এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বুড়িমারী আইসিপিতে ভারতীয় মালামাল সহ ভারতীয় ট্রাক ও ট্রাক ড্রাইভার আটক করা হয়।
আটককৃত দ্রব্য সামগ্রী মদ ০১ বোতল, স্ক্রীন শাহীন ক্রীম- ৩৯০ পিচ, শীসা তেল ১৬ পিচ, পোকো মোবাইল ০১ টি, ভারতীয় সীম ০১ টি, ভারতীয় মুদ্রা১১৯০ রুপি, সৌদি মুদ্রা ০৫ রিয়াল। আটককৃত দ্রব্য সামগ্রী সর্বমোট সিজার মূল্যঃ ১,৪৫,২৩৫ টাকা।
আটককৃত ব্যক্তির হচ্ছেন মোঃ ফিরোজ রহমান(৩৫), পিতাঃ মৃতঃ ইয়াকুব রহমান,
গ্রামঃ ১৫৪ নগর চ্যাংড়াবান্ধা, পোস্টঃ চ্যাংড়াবান্ধা, থানাঃ চ্যাংড়াবান্ধা, জেলাঃ কুচবিহার।আটকৃত আসামিকে মালামাল সহ পাটগ্রাম থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান