মোঃ আব্দুর রাজ্জাক, লালমনিরহাট :
উত্তরের সীমান্তবর্তী জেলা লালমনিরহাটে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থানে উল্লেখযোগ্য ভূমিকা রাখছে জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমী। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের বিশেষ অনুদানের আওতায় “আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি” শীর্ষক প্রকল্পে এখানকার ১৩০ জন তরুণ-তরুণী প্রশিক্ষণ গ্রহণ করেছেন। তারা এখন ঘরে বসেই বিভিন্ন ওয়েবসাইটে কাজ করে অর্থ উপার্জন করছেন।ভেলাবাড়ির শামসুল হক জানান, তার মেয়ে শামছুননাহার জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমী থেকে প্রশিক্ষণ শেষে আত্মনির্ভরশীল হয়ে উঠেছেন। তিনি বলেন, “মেয়েকে ল্যাপটপ কিনে দিয়েছি, এবং এখন সে নিজে উপার্জন করছে। আগে পাড়া-প্রতিবেশীরা নানা কথা বললেও এখন তার সাফল্যে সবাই প্রশংসা করছে।দেওডোবা এলাকার গৃহিণী মোছাঃ মরিয়ম বেগম প্রশিক্ষণ শেষে মার্কেটপ্লেসে কাজ শুরু করেছেন। তিনি জানান, “স্বামী-সন্তানের জন্য কিছু করতে পারা ভীষণ আনন্দের। অল্প অল্প আয় দিয়ে সংসারের কাজে সাহায্য করছি।”ভেলাবাড়ির সুমাইয়া বলেন, “জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমী থেকে প্রশিক্ষণ নিয়ে আমি এখন ঘরে বসেই কাজ করছি। আগে ভাবতাম, চাকরি ছাড়া উপার্জনের আর কোনো পথ নেই। কিন্তু প্রশিক্ষণের পর ফ্রিল্যান্সিং শুরু করে বুঝতে পেরেছি, নিজের দক্ষতা কাজে লাগালে ঘরে বসেও অর্থ উপার্জন সম্ভব। পরিবারেও আমার অবস্থান এখন অনেক সম্মানের।এ ধরনের সফলতা আরও অনেক নারীকে অনুপ্রাণিত করছে ঘরে বসে কর্মসংস্থানের সুযোগ গ্রহণ করতে।জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমীর পরিচালক বলেন, “নারীদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানে সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করা গেলে রেমিট্যান্স বৃদ্ধিতে তাদের ভূমিকা আরও কার্যকর হবে। এ লক্ষ্যে আমরা তাদের প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করছি।”স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বলছেন,জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমী লালমনিরহাটে বেকার তরুণ-তরুণীদের জীবনে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। এ উদ্যোগ শুধু বেকারত্ব দূর করতেই নয়, আত্মনির্ভরশীল একটি সমাজ গড়ে তুলতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।এ বিষয়ে আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার রওজাতুন জান্নাত সহকারী কমিশনার (ভূমি) (ভারপ্রাপ্ত) বলেছেন জাহানারা ট্রেনিং একাডেমির মতো প্রতিষ্ঠানগুলো দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার পাশাপাশি বেকারত্ব কমাতে অবদান রাখছে ।