অপরাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত Logo বগুড়ায় মেয়ে থেকে ছেলেতে রূপান্তর এলাকায় চাঞ্চল্য Logo বগুড়া শহরে দিনে-দুপুরে ১০লাখ টাকা ছিনতাই Logo নওগাঁয় রাস্তার পাশ থেকে এক যুবকের মরহেদ উদ্ধার Logo নওগাঁয় প্রিপেইড মিটারে ভোগান্তী স্থাপন বন্ধের দাবীতে মানববন্ধন Logo বেলপুকুরিয়ার বাঁশপুকুরে ওয়াহেদ আলী মেম্বারের উদ্যোগে শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠিত Logo বরগুনায় স্বেচ্ছাশ্রমে নির্মাণ করা হয়েছে প্রায় ৩০০ ফুট দৈর্ঘ্য কাঠের পুল। Logo সাজাভোগ শেষে ভারত থেকে দেশে ফিরল ১৫ বাংলাদেশি নারী-শিশু Logo বরগুনার পাথরঘাটায় হার্ডওয়্যার ব্যবসার আড়ালে ইয়াবা বিক্রি Logo বেনাপোল চেকপোস্ট দিয়ে দুই ভারতীয় নাগরিককে স্বদেশে প্রত্যাবাসন

বরগুনায় সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে আলু বীজ বিক্রি, দিশেহারা চাষি

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধিঃ আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। আলু’র বৈজ্ঞানিক নাম Solanum tuberosum। এটি সর্বপ্রথম ৪০০ বছর পূর্বে আন্দাস পর্বতে দেখা যায় যা পরবর্তীতে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর এটি চতুর্থ বৃহত্তম ফসল।

বন্য আলুগুলো মূলত সমগ্র আমেরিকাতে দেখা যেত বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে উরুগুয়ে পর্যন্ত। এর উৎপত্তি হিসেবে বিভিন্ন অঞ্চলের নাম উল্লেখ করা হলেও সম্প্রতি একটি গবেষণায় প্রমাণ করে আলুর উৎপত্তিস্থল দক্ষিণ পেরু যা ৭০০০-১০০০০ বছরের পুরনো Solanum brevicaule complex প্রজাতির আলু দ্বারা প্রমাণিত হয়।

ষোড়শ শতাব্দীতে স্প্যানিশেরা ইউরোপে আলু পাচার করে, পরবর্তীতে ইউরোপীয় নাবিক দ্বারা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৮৪৫ সালে যদিও oomycete Phytophthora infestans, ছত্রাক দ্বারা আলুর লেট ব্লাইট রোগ দেখা যায় যা পশ্চিম আয়ারল্যান্ডে ছড়িয়ে পড়ে, তারপরও আলুর উৎপাদন থেমে থাকে নি । বর্তমানে সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ বছরে ৩৩ কে.জি আলু ভক্ষণ করে থাকে এবং এককভাবে চীন এবং ভারত সর্বাধিক আলু উৎপাদন করে থাকে। তবে বিশ্বের সমগ্র অঞ্চলে কম বেশি আলু জন্মে।

এতে একদিকে যেমনি ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো খাবার আঁশ, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ্জ প্রোটিন আছে। প্রতি ১০০ গ্রাম আলুতে শর্করা আছে ১৯ গ্রাম, খাবার আঁশ ২.২ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ২ গ্রাম, খনিজ লবণ ০.৫২ গ্রাম যার মধ্যে পটাশিয়াম লবণই ০.৪২ গ্রাম, এবং ভিটামিন ০.০২ গ্রাম। অপরদিকে ১০০ গ্রাম চালে ৮০ গ্রাম শর্করা, খাবার আঁশ ১.৩ গ্রাম, উদ্ভিজ্জ প্রোটিন ৭.১৩ গ্রাম, খনিজ লবণ ০.২৮ গ্রাম এবং ভিটামিন আছে মাত্র ০.০০২ গ্রাম। তাই আলুর মধ্যে ভাতের তুলনায় শর্করা কম থাকলেও অন্যান্য উপাদান বেশি আছে। প্রয়োজনীয় খাদ্যপ্রাণ বেশি থাকায় এটি একটি সুষম খাবার হিসেবে ব্যবহার করা যায়।

বরগুনায় আলু বীজের তীব্র সংকটে পড়েছেন বিভিন্ন এলাকার কৃষকরা। এমনকি অগ্রিম টাকা দিয়েও চাষের জন্য পর্যাপ্ত বীজ পাচ্ছেন না তারা। আর এ সংকটকে কাজে লাগিয়ে সরবরাহকারীরা সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে আলু বীজ বিক্রি করছেন বলে অভিযোগ কৃষকদের। এ ছাড়াও জেলায় কোনো কোল্ডস্টোরেজ না থাকায় আলু বীজ উৎপাদন করতে পারছেন না তারা। তবে এ সংকট নিরসনের পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলমান আছে বলে দাবি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের।

চাষিদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় ডিলাররা সিন্ডিকেট করে বীজ আলু বস্তাপ্রতি ১৫০০ টাকা বেশি দামে বিক্রি করছেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেও ভাঙছে না সিন্ডিকেট। কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় জমি অনাবাদি থাকার শঙ্কায় ভুগছেন চাষিরা।

সরেজমিন দেখা গেছে, বাজারে আলুর চড়া দাম আর গতবছর লাভ বেশি হওয়ায় এবার আলু চাষে বেশি ঝুঁকেছেন বরগুনার পাথরঘাটার চাষিরা। পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে নেমেছেন আলু বীজ লাগাতে। কেউ জমিতে কোদাল টানছেন, কেউ দিচ্ছেন সার। একদিকে সারিবদ্ধভাবে নারীরা শুরু করেছেন আলু বীজ বপন। উৎসবমুখর পরিবেশে চলছে কাজ।
এত কিছুর মধ্যেও বীজ আলু সংকটে চিন্তায় পড়েছেন জমি মালিকরা। তাদের অভিযোগ, আলুর চড়া দামকে পুঁজি করে সরকারি মূল্যের ১২০০-১৫০০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে প্রতিমণ বীজ আলু। স্থানীয় ডিলাররা একজোট হয়ে বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করায় অগ্রিম টাকা দিয়েও পাচ্ছেন না বীজ আলু। পাথরঘাটায় কোল্ডস্টোরেজ না থাকায় বীজ আলু উৎপাদন করতে পারছেন না তারা। আর এ সুযোগকে কাজে লাগিয়েছেন ডিলাররা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আলু চাষে বরিশাল বিভাগে বরগুনার অবস্থান তৃতীয়। চলতি বছর বরগুনা জেলায় ৯৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য আলুর বীজ প্রয়োজন হবে ১ হাজার মেট্রিক টন। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাথরঘাটায় ৫৪০ হেক্টর, বামনায় ৩৫ হেক্টর, বেতাগীতে ১২৮ হেক্টর, সদরে ১৪০ হেক্টর, আমতলীতে ৬২ হেক্টর এবং তালতলীতে ৭০ হেক্টর।

পুরুষের পাশাপাশি আলু ক্ষেতে কাজ করা খালেদা আক্তার বলেন, ‘ডিলারদের অগ্রিম টাকা দিয়েও এবার চাহিদা অনুযায়ী বীজ আলু পাইনি। ডিলাররা বেশি দামে বাইরে বিক্রি করে দিয়েছে। তাই আমাদের অনেক জমিই খালি পড়ে থাকবে। এতে খরচের টাকাই উঠবে না।’

চাষি মো. ইব্রাহিম বলেন, ‘বীজ আলুর দাম এবার অনেক বাড়িয়েছে ডিলাররা। এ গ্রেড বীজ আলুর দাম প্রতিবস্তা ৩৪৮০ টাকা আর বি গ্রেড ৩২০০ টাকা কোম্পানি নির্ধারণ করে দিলেও ডিলাররা বিক্রি করছেন ৪৫০০-৪৭০০ টাকায়। তারপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। প্রতিবস্তায় এক হাজার থেকে দেড় হাজার টাকা বেশি নিচ্ছেন ডিলাররা।’
আরেক চাষি তরিকুল ইসলাম বলেন, ‘ক্ষুদ্র কৃষকরা অগ্রিম টাকা দিয়েও ভালো বীজ পায়নি। তারা যে বীজগুলো পেয়েছে এগুলোয় ফলন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার এ বছর আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। সবমিলিয়ে কৃষকদের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি।’
অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি অস্বীকার করে বীজ আলু সরবরাহকারী জাকির চৌকিদার বলেন, ‘চাহিদা অনুযায়ী কোম্পানি বীজ আলু আমাদের দিতে পারে না। তবে যারা অগ্রিম টাকা দিয়েছিলেন সবাইকেই বীজ আলু সঠিকভাবে দেওয়া হয়েছে। যারা আলু পাননি তারা মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, বরগুনায় সবচেয়ে বেশি আলুচাষ হয় পাথরঘাটায়। এখানে বীজ আলুর সংকট নিরসনের পাশাপাশি ডিলারদের সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। ভবিষ্যতে সংকট নিরসনে পাথরঘাটায় কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। চাষিরা যাতে ন্যায্যমূল্যে বীজ আলু পান, সেজন্যে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত সংকট কেটে যাবে।

Tag :
জনপ্রিয় সংবাদ

পুঠিয়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেলের ৩ জন আরোহী নিহত

বরগুনায় সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে আলু বীজ বিক্রি, দিশেহারা চাষি

আপডেট টাইম : ০৪:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪

তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধিঃ আলু একটি সুষম ও পুষ্টিকর খাবার। আলু’র বৈজ্ঞানিক নাম Solanum tuberosum। এটি সর্বপ্রথম ৪০০ বছর পূর্বে আন্দাস পর্বতে দেখা যায় যা পরবর্তীতে সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ধান, গম এবং ভুট্টার পর এটি চতুর্থ বৃহত্তম ফসল।

বন্য আলুগুলো মূলত সমগ্র আমেরিকাতে দেখা যেত বিশেষ করে যুক্তরাষ্ট্র থেকে উরুগুয়ে পর্যন্ত। এর উৎপত্তি হিসেবে বিভিন্ন অঞ্চলের নাম উল্লেখ করা হলেও সম্প্রতি একটি গবেষণায় প্রমাণ করে আলুর উৎপত্তিস্থল দক্ষিণ পেরু যা ৭০০০-১০০০০ বছরের পুরনো Solanum brevicaule complex প্রজাতির আলু দ্বারা প্রমাণিত হয়।

ষোড়শ শতাব্দীতে স্প্যানিশেরা ইউরোপে আলু পাচার করে, পরবর্তীতে ইউরোপীয় নাবিক দ্বারা সমগ্র বিশ্বে ছড়িয়ে পড়ে। ১৮৪৫ সালে যদিও oomycete Phytophthora infestans, ছত্রাক দ্বারা আলুর লেট ব্লাইট রোগ দেখা যায় যা পশ্চিম আয়ারল্যান্ডে ছড়িয়ে পড়ে, তারপরও আলুর উৎপাদন থেমে থাকে নি । বর্তমানে সমগ্র বিশ্বের প্রতিটি মানুষ বছরে ৩৩ কে.জি আলু ভক্ষণ করে থাকে এবং এককভাবে চীন এবং ভারত সর্বাধিক আলু উৎপাদন করে থাকে। তবে বিশ্বের সমগ্র অঞ্চলে কম বেশি আলু জন্মে।

এতে একদিকে যেমনি ভাতের মতো শর্করা আছে তেমনি সবজির মতো খাবার আঁশ, খনিজ লবণ, ভিটামিন ও উদ্ভিজ্জ প্রোটিন আছে। প্রতি ১০০ গ্রাম আলুতে শর্করা আছে ১৯ গ্রাম, খাবার আঁশ ২.২ গ্রাম, উদ্ভিদ প্রোটিন ২ গ্রাম, খনিজ লবণ ০.৫২ গ্রাম যার মধ্যে পটাশিয়াম লবণই ০.৪২ গ্রাম, এবং ভিটামিন ০.০২ গ্রাম। অপরদিকে ১০০ গ্রাম চালে ৮০ গ্রাম শর্করা, খাবার আঁশ ১.৩ গ্রাম, উদ্ভিজ্জ প্রোটিন ৭.১৩ গ্রাম, খনিজ লবণ ০.২৮ গ্রাম এবং ভিটামিন আছে মাত্র ০.০০২ গ্রাম। তাই আলুর মধ্যে ভাতের তুলনায় শর্করা কম থাকলেও অন্যান্য উপাদান বেশি আছে। প্রয়োজনীয় খাদ্যপ্রাণ বেশি থাকায় এটি একটি সুষম খাবার হিসেবে ব্যবহার করা যায়।

বরগুনায় আলু বীজের তীব্র সংকটে পড়েছেন বিভিন্ন এলাকার কৃষকরা। এমনকি অগ্রিম টাকা দিয়েও চাষের জন্য পর্যাপ্ত বীজ পাচ্ছেন না তারা। আর এ সংকটকে কাজে লাগিয়ে সরবরাহকারীরা সিন্ডিকেটের মাধ্যমে অতিরিক্ত দামে আলু বীজ বিক্রি করছেন বলে অভিযোগ কৃষকদের। এ ছাড়াও জেলায় কোনো কোল্ডস্টোরেজ না থাকায় আলু বীজ উৎপাদন করতে পারছেন না তারা। তবে এ সংকট নিরসনের পাশাপাশি সিন্ডিকেট ভাঙতে চেষ্টা চলমান আছে বলে দাবি কৃষি বিভাগ ও জেলা প্রশাসনের।

চাষিদের অভিযোগ, চাহিদা বেশি থাকায় ডিলাররা সিন্ডিকেট করে বীজ আলু বস্তাপ্রতি ১৫০০ টাকা বেশি দামে বিক্রি করছেন। ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করেও ভাঙছে না সিন্ডিকেট। কার্যকর কোনো পদক্ষেপ না থাকায় জমি অনাবাদি থাকার শঙ্কায় ভুগছেন চাষিরা।

সরেজমিন দেখা গেছে, বাজারে আলুর চড়া দাম আর গতবছর লাভ বেশি হওয়ায় এবার আলু চাষে বেশি ঝুঁকেছেন বরগুনার পাথরঘাটার চাষিরা। পুরুষের পাশাপাশি নারীরাও মাঠে নেমেছেন আলু বীজ লাগাতে। কেউ জমিতে কোদাল টানছেন, কেউ দিচ্ছেন সার। একদিকে সারিবদ্ধভাবে নারীরা শুরু করেছেন আলু বীজ বপন। উৎসবমুখর পরিবেশে চলছে কাজ।
এত কিছুর মধ্যেও বীজ আলু সংকটে চিন্তায় পড়েছেন জমি মালিকরা। তাদের অভিযোগ, আলুর চড়া দামকে পুঁজি করে সরকারি মূল্যের ১২০০-১৫০০ টাকা পর্যন্ত বেশি দরে বিক্রি হচ্ছে প্রতিমণ বীজ আলু। স্থানীয় ডিলাররা একজোট হয়ে বীজ আলুর কৃত্রিম সংকট তৈরি করায় অগ্রিম টাকা দিয়েও পাচ্ছেন না বীজ আলু। পাথরঘাটায় কোল্ডস্টোরেজ না থাকায় বীজ আলু উৎপাদন করতে পারছেন না তারা। আর এ সুযোগকে কাজে লাগিয়েছেন ডিলাররা।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, আলু চাষে বরিশাল বিভাগে বরগুনার অবস্থান তৃতীয়। চলতি বছর বরগুনা জেলায় ৯৭৫ হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এজন্য আলুর বীজ প্রয়োজন হবে ১ হাজার মেট্রিক টন। উপজেলাভিত্তিক লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে পাথরঘাটায় ৫৪০ হেক্টর, বামনায় ৩৫ হেক্টর, বেতাগীতে ১২৮ হেক্টর, সদরে ১৪০ হেক্টর, আমতলীতে ৬২ হেক্টর এবং তালতলীতে ৭০ হেক্টর।

পুরুষের পাশাপাশি আলু ক্ষেতে কাজ করা খালেদা আক্তার বলেন, ‘ডিলারদের অগ্রিম টাকা দিয়েও এবার চাহিদা অনুযায়ী বীজ আলু পাইনি। ডিলাররা বেশি দামে বাইরে বিক্রি করে দিয়েছে। তাই আমাদের অনেক জমিই খালি পড়ে থাকবে। এতে খরচের টাকাই উঠবে না।’

চাষি মো. ইব্রাহিম বলেন, ‘বীজ আলুর দাম এবার অনেক বাড়িয়েছে ডিলাররা। এ গ্রেড বীজ আলুর দাম প্রতিবস্তা ৩৪৮০ টাকা আর বি গ্রেড ৩২০০ টাকা কোম্পানি নির্ধারণ করে দিলেও ডিলাররা বিক্রি করছেন ৪৫০০-৪৭০০ টাকায়। তারপরও চাহিদা অনুযায়ী পাওয়া যাচ্ছে না। প্রতিবস্তায় এক হাজার থেকে দেড় হাজার টাকা বেশি নিচ্ছেন ডিলাররা।’
আরেক চাষি তরিকুল ইসলাম বলেন, ‘ক্ষুদ্র কৃষকরা অগ্রিম টাকা দিয়েও ভালো বীজ পায়নি। তারা যে বীজগুলো পেয়েছে এগুলোয় ফলন ভালো হওয়ার সম্ভাবনা খুবই কম। আবার এ বছর আবহাওয়ার অবস্থা খুবই খারাপ। সবমিলিয়ে কৃষকদের ক্ষতি হওয়ার আশঙ্কাই বেশি।’
অতিরিক্ত দামে বিক্রির বিষয়টি অস্বীকার করে বীজ আলু সরবরাহকারী জাকির চৌকিদার বলেন, ‘চাহিদা অনুযায়ী কোম্পানি বীজ আলু আমাদের দিতে পারে না। তবে যারা অগ্রিম টাকা দিয়েছিলেন সবাইকেই বীজ আলু সঠিকভাবে দেওয়া হয়েছে। যারা আলু পাননি তারা মিথ্যা অভিযোগ দিয়েছেন।’

বরগুনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. আবু সৈয়দ মো. জোবায়দুল আলম বলেন, বরগুনায় সবচেয়ে বেশি আলুচাষ হয় পাথরঘাটায়। এখানে বীজ আলুর সংকট নিরসনের পাশাপাশি ডিলারদের সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। ভবিষ্যতে সংকট নিরসনে পাথরঘাটায় কোল্ডস্টোরেজ নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি।
এ বিষয়ে বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। চাষিরা যাতে ন্যায্যমূল্যে বীজ আলু পান, সেজন্যে আমাদের উপজেলা কৃষি কর্মকর্তা, বিএডিসি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার যৌথ উদ্যোগে কাজ শুরু হয়েছে। আশা করছি খুব দ্রুত সংকট কেটে যাবে।