তামান্না জেনিফার (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্বাস হোসেন মন্টু মোল্লাকে শেখ হাসিনার সঙ্গে ফোনালাপ ফাঁসে দায়ের করা রাষ্ট্রদ্রোহী মামলায় গ্রেপ্তার করেছে বরগুনা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১১ ডিসেম্বর) দিবাগত রাত দুইটার সময় সদর উপজেলার ২নং গৌরীচন্না ইউনিয়নের রোডপাড়া এলাকার নিজ বাড়ি থেকে আব্বাস হোসেন মন্টু মোল্লাকে আটক করে থানায় নিয়ে আসে।
পরবর্তীতে গত ১২ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির ফোনালাপ করে ‘আপা ঘাবরাইয়েন না, আমরা শক্ত আছি’ এমন কথা বলে প্রতি বিপ্লব করার পায়তারা করার ঘটনায় বরগুনা থানায় সাব ইন্সপেক্টর মোঃ শামীম বাদী হয়ে মামলা দায়ের করে। সেই মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) তাকে আদালতে প্রেরণ করা হয়।
এ বিষয়ে বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান বলেন, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই আব্বাস হোসেন মন্টু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান