বাংলার খবর২৪.কম : এশিয়ার অর্থনৈতিক পূণরুদ্ধার নির্ভর করবে বৈশ্বিক অর্থনীতির পূণরুদ্ধারের গতির ওপর। চীন-ভারত বাণিজ্য সম্পর্কের ওপর নির্ভর করছে এশিয়ার অর্থনীতির গতিধারা। রাজনৈতিক সহযোগিতাসহ আঞ্চলিক সকল সহযোগিতা সমন্ময়ের ভিতর দিয়ে এশিয়ার অর্থনীতি এগিয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবসায়ীদের এক আর্ন্তজাতিক সম্মেলনে আগত দেশী বিদেশী ব্যবসায়ী, বুদ্ধিজীবি, অর্থনীতিবিদ এবং সাংবাদিকগণ।
ঢাকায় অনুষ্ঠিত ‘বিশ্ব অর্থনীতির পূণরুদ্ধার: প্রেক্ষিত এশিয়া’ শীর্ষক দুই দিনব্যাপি আর্ন্তজাতিক সম্মেলন শেষে সাংবাদিকদের কাছে এই তথ্য তুলে ধরেণ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স-বাংলাদেশের (আইসিসিবি) প্রেসিডেন্ট। সম্মেলনে আগত বিশেষজ্ঞদের মতামত এবং প্রস্তাবনা তুলে ধরতে রোববার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে বিকেল সাড়ে ছয়টায় এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে উপস্থি ছিলেন, সংগঠনটির প্রেসিডেন্টে মাহবুবুর রহমান, সহ-সভাপতি লতিফুর রহামন, ব্যারিস্টার রফিকুল হক, সেক্রেটারী আতাউর রহমান এবং আইসিসি প্যারিসের জাতীয় কমিটির পরিচালক ফ্রানকইস গ্যাব্রিয়েল সিরাক প্রমূখ।
আইসিসিবি সভাপতি মাহবুবুর রহমান বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা অভিজ্ঞতা অর্জন করলাম। নতুন চিন্তা পেলাম। বিদেশী বিনিয়োগকারিরা বাংলাদেশ সম্পর্কে জানল। ব্যবসায়ীক অভিজ্ঞতা বিনিময় হল। যা ভাবিষ্যতে দীর্ঘমেয়াদী কাজে লাগবে।
ব্যারিস্টার রফিকুল হক বলেন, বিদেশী বিনিয়োগকারিরা চায় বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা থাকুক। আইনের শাসন প্রতিষ্ঠিত হোক। রাষ্ট্রীয় ক্ষমতায় দল বদল হলেও যেন শাসন পদ্ধতি না বদলায়।
সংগঠনটির সভাপতি আরো জানান, রাজনৈতিক অস্থিরতা স্বত্বেও অর্থনৈতিক পূণরুদ্ধারে বাংলাদেশ এশিয়ার অন্য দেশের চেয়ে ভাল করছে। এসএমই খাতের উন্নয়নের মাধ্যমে বেকারত্ব দূরীকরণ সম্ভব। দক্ষিণ এশিয়ার মধ্যে আঞ্চলিক যোগযোগ ব্যবস্থার উন্নয়ন করলে বাণিজ্য এবং প্রবৃদ্ধি বাড়বে।
এশিয়ার দেশ সমূহের মধ্যে আন্ত:ডায়লগের মাধ্যমে দারিদ্রের হার কমানো সম্ভব হবে। এশিয়ায় টেকসই অর্থনীতির জন্য নতুন একটি আর্থিক কাঠামো গড়ে তুলতে হবে বৈশ্বিক প্রেক্ষাপটকে সামনে রেখে বলে সম্মেলনে বিশেষজ্ঞরা মত প্রকাশ করেছেন বলে জানান তিনি।
এ সম্মেলনে ১০টিরও বেশি দেশ থেকে ব্যবসায়িক নেতা এবং বিশেষজ্ঞ এবং ৪৫০ এর বেশি ব্যবসায়িক, বুদ্ধিজীবি, অর্থনীতিবিদ, সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নিয়েছেন নিয়েছেন বলে জানিয়েছে সংগঠনটির বাংলাদেশের প্রেসিডেন্ট।
ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্স (আইসিসি) এ ব্যবসায়িকদের সংগঠনটির বাংলাদেশে কার্যক্রমের ২০ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী এ আর্ন্তজাতিক সম্মেলনের আয়োজন করে।
শনিবার বিকেল সাড়ে ৪টায় রাজধানীর বিআইসিসি(সাবেক চীন-মৈত্রি) সম্মেলন কেন্দ্রে আর্ন্তজাতিক এ সম্মেলনের উদ্ধোধন করেন বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। দুই দিনব্যাপি সম্মেলনে বাংলাদেশের উন্নয়ন ও ঝুঁকি মোকাবেলার কৌশল নির্ধারণ নিয়ে আলোচনা করা হয়।
উল্লেখ্য, ১৯৯৪ সালে বাংলাদেশে কার্যক্রম শুরু করে আইসিসি। প্রথম বিশ্ব যুদ্ধের পর ১৯১৯ সালে প্রতিষ্ঠিত হয় আইসিসি। বর্তমানে বাংলাদেশে পাঁচটি ব্যবসায়ী সংগঠন, দুটি সমিতি ও ২১টি আর্থিক প্রতিষ্ঠানসহ এর মোট সদস্য সংখ্যা
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান