পূর্বাহ্ন, বুধবার, ২২ জানুয়ারী ২০২৫, ৯ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ, Logo বরগুনার বেতাগীতে পৌর শহরসহ ইউনিয়নে চাঁদাবাজির বিষয়ে সতর্ক করে বিএনপির মাইকিং Logo আমরা রাজনীতি করবো, প্রতিযোগিতা করবো, নির্বাচন করবো – বাবু গয়েশ্বর চন্দ্র রায় Logo লবণাক্ত জমিতে সবজি চাষ করে ভাগ্য ফিরেছে কৃষকের,পরিচিতি পেয়েছে ‘সবজি গ্রাম’ নামে। Logo হাতিবান্ধায় ক্লিনিকের সাইনবোর্ডে ‘আবার ফিরবে ছাত্রলীগ’ Logo পাটগ্রামে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আজ Logo পাটগ্রামে বিএনপির যৌথ কর্মীসভা অনুষ্ঠিত  Logo লালমনিরহাটের মাহফিল থেকে ফেরার পথে ট্রেন থেকে পড়ে কিশোরের মৃত্যু Logo আজহারীর মাহফিলে চুরির হিড়িক, ২২ নারী আটক Logo লালমনিরহাট জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে চুরিকৃত ট্রাক আটক

ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি ও সন্ধ্যা ৭টার দিকে একই উপজেলার কাশর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের গাগড়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর ইসলাম (২১) এবং তার স্ত্রী নূপুর আক্তার (২০)। তারা দুজন স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত অপরজন হলেন- সোনালী আক্তার (১৮)। তার স্বামীর নামও সাগর। তারাও স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর বলেন, দুই মাস আগে সাগর ও নূপুর মাস্টারবাড়ি এলাকায় বাসা ভাড়া নেন। সন্ধ্যায় দুজন ফ্যানের সঙ্গে আলাদা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

মো. হুমায়ুন কবীর আরও বলেন, এদিকে সন্ধ্যা ৭টার দিকে কাশর এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সোনালী। খবর পেয়ে ওই মরদেহও উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া তিনজনই নিঃসন্তান। তারা পারিবারিক বিরোধে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

Tag :
জনপ্রিয় সংবাদ

বরগুনা খেয়াঘাটগুলোর বেহাল দশা, ঘাট ও যাত্রী সেবার মান উন্নয়নে নেই কোনো উদ্যোগ,

ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৩:১১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪

ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় স্বামী-স্ত্রীসহ তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার জমিরদিয়া মাস্টারবাড়ি ও সন্ধ্যা ৭টার দিকে একই উপজেলার কাশর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- দিনাজপুরের গাগড়াগাতি গ্রামের আব্দুর রশিদের ছেলে সাগর ইসলাম (২১) এবং তার স্ত্রী নূপুর আক্তার (২০)। তারা দুজন স্থানীয় ক্রাউন ফ্যাক্টরিতে শ্রমিক হিসেবে কাজ করতেন। নিহত অপরজন হলেন- সোনালী আক্তার (১৮)। তার স্বামীর নামও সাগর। তারাও স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন।

ভালুকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. হুমায়ুন কবীর বলেন, দুই মাস আগে সাগর ও নূপুর মাস্টারবাড়ি এলাকায় বাসা ভাড়া নেন। সন্ধ্যায় দুজন ফ্যানের সঙ্গে আলাদা ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন। স্থানীয়রা জানতে পেরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।

মো. হুমায়ুন কবীর আরও বলেন, এদিকে সন্ধ্যা ৭টার দিকে কাশর এলাকায় ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন সোনালী। খবর পেয়ে ওই মরদেহও উদ্ধার করে পুলিশ। মারা যাওয়া তিনজনই নিঃসন্তান। তারা পারিবারিক বিরোধে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।