শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ বগুড়ার নন্দীগ্রামে মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১১ই ডিসেম্বর (বুধবার) সকাল ১০ টায় নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোসা: লায়লা আঞ্জুমান বানু। ঐ সময় উপস্থিত ছিলেন বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজ ও হাসপাতালের ডেন্টাল ইউনিটের সহযোগী অধ্যাপক এবং মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক ডা. শাইখ আহম্মেদ রিংকু, সরকারী আজিজুল হক বিশ্ববিদ্যালয় কলেজের গ্রন্থাগারিক মো: কামাল পাশা, সহকারী অধ্যাপক মোঃ আব্দুল খালেক, প্রভাষক জাকারিয়া লিটন, প্রভাষক আব্দুর রউফ উজ্জল, প্রভাষক মো: শফিকুল ইসলাম সাজু, সহকারী অধ্যাপক ফারুকুল হাসান, প্রভাষক জিয়াউর রহমান, নন্দীগ্রাম সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, ডা. সাকিব, ডা. রাহাত প্রমুখ।
উল্লেখ্য, মনসুর রহমান ও জায়েদা বেগম স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষায় অংগ্রগ্রহণকৃতদের মধ্য থেকে ২জন ট্যালেন্টপুল ও ৫জন সাধারণ গ্রেডসহ মোট ৭জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে উত্তীর্ণ হয়েছে।
মনসুর রহমান ও জায়েদা বেগম দম্পতির কনিষ্টপুত্র ও অত্র শিক্ষাবৃত্তি পরীক্ষা কমিটির সাধারণ সম্পাদক ডা. শাইখ আহম্মেদ রিংকু বলেন, বাবা-মায়ের স্মৃতি ধারণ করার লক্ষ্যে আমরা এই শিক্ষাবৃত্তির ধারাবাহিকতা রক্ষা করতে চাই এবং নন্দীগ্রাম উপজেলার বিভিন্ন জায়গা থেকে মেধাবী শিক্ষার্থীদের খুঁজে বের করে তাঁদের আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে আমাদের এ প্রয়াস অব্যাহত থাকবে.