অপরাহ্ন, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া Logo বগুড়ায় লেখক চক্র পুরস্কার পাচ্ছেন এবার ৬ জন Logo রংপুর বিভাগীয় পর্যায়ে হাতের লেখা প্রতিযোগীতায় ১ম স্থান লালমনিরহাটের শিবরাম!  Logo পাটগ্রাম  উপজেলা পরিষদের  পক্ষ থেকে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে  বাইসাইকেল বিতরণ Logo মেয়েকে হত্যা করে মায়ের আত্মহত্যা মরদেহের পাশ থেকে চিরকুট উদ্ধার Logo বগুড়ায় মাকে হত্যার দায়ে ছেলে সাদ ৩ দিনের রিমান্ডে Logo জমা টাকার বদলে হুমকি অভিযোগের ৭দিন পরেও ব্যবস্থা নেয়নি সমবায় দপ্তর Logo জোয়ারসাহারায় বিআরটিএ এর ড্রাইভিং লাইসেন্স পরীক্ষা কেন্দ্র পরিদর্শন বিপ্লবী ছাত্র জনতার Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের

আঁচলের লুঙ্গি ধরে টানাটানি!

বাংলার খবর২৪.কম gunda-1lungi-dance-mp3-song-gunda-the-terrorist-bangla-movie-ft-achollungi-dance-video-song-gunda-the-terrorist-movie: ঢালিউডে এতদিন বাপ্পি চৌধুরীকে সবাই ভদ্র ছেলে হিসেবেই জানতো। কিন্তু হঠাৎ করে যেন তার চরিত্রে কালি পড়লো। এফডিসিতে আওয়াজ উঠলো, আঁচলের লুঙ্গি নিয়ে টানাটানি করেছেন বাপ্পি। এ কথায় সায় দিল আঁচলও। ব্যস্ত এফডিসিতে বাপ্পি এখন ‘লুঙ্গি টানা’ নায়ক।
অবশ্য এতে নাকি বাপ্পির কোন অপরাধ নেই বলে জানিয়েছেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। তিনি জানান, আসলে তার নতুন সিনেমা ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’র শ্যুটিং করতে গিয়েই এ লুঙ্গি টানাটানি। ছবিটিতে একটি আইটেম গানের সঙ্গে লুঙ্গি ডান্স দিয়েছেন বাপ্পি ও আঁচল।
জানা গেছে, বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজও শেষ। এখন ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীগ্রই এটি সেন্সরবোর্ডে জমা পড়বে।
পরিচালক জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় ১২ আগস্ট থেকে শুরু হয় সিনেমার শুটিং। শুধুমাত্র গান ও অ্যাকশন দৃশ্য ধারণের জন্য টানা ১৫ দিন কক্সবাজারে শুটিং করেছে এ সিনেমার ইউনিট। সেখানে তিনটি গানের দৃশ্যায়ন হয়েছে। অবশেষে ১৩ সেপ্টেম্বর এক মাসের মাথায় চলচ্চিত্রটির শুটিং শেষ হয়।
সিনেমাটির গল্পে দেখা যাবে, নায়ক বাপ্পির ওপর যখন শত্রুরা আক্রমণ করে তখন, ভালোবাসার মানুষটিকে বাঁচাতে বসে থাকেননি আঁচল। বাপ্পি-আঁচল মিলে লড়তে থাকেন শত্রুদের সঙ্গে। অবশেষে বাপ্পি মিশা সওদাগরকে গলা টিপে হত্যা করেন। এর মাধ্যমেই শেষ হয় আঁচল-বাপ্পি জুটির গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমার গল্প।

আঁচল জানান, এক মাসের মধ্যেই শেষ হলো এ সিনেমার শুটিং। খুব ভালো লাগছে। টানা শুটিং হওয়াতে একটু চাপ হলেও গেট আপ থেকে শুরু করে নিজের চরিত্রের মধ্যে মনোযোগ রাখতে কোনো সমস্যা হয়নি।
বাপ্পি বলেন, এ সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শেষ করেছি। আমাদের পুরো শুটিং টিম মন দিয়ে কাজ করেছে। এ কাজের প্রতি আমি আলাদাভাবে নজর দিয়েছি। এর গল্পটা একটু ভিন্ন।
গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত জুটি আঁচল আঁখি ও বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করছেন তানভীর তনু ও অমৃতা খান। এই ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন বাপ্পি ও আঁচল।
উল্লেখ্য, এর আগে আঁচল ও বাপ্পি একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এগুলো হলো- জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম।
সূত্র : টক্কিজবিডি ডটকম।

Tag :
জনপ্রিয় সংবাদ

দ্রুত নির্বাচন দিয়ে জনগণের প্রত্যাশা পূরণ করুন -অধ্যক্ষ সেলিম ভূইয়া

আঁচলের লুঙ্গি ধরে টানাটানি!

আপডেট টাইম : ০২:৫০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০১৪

বাংলার খবর২৪.কম gunda-1lungi-dance-mp3-song-gunda-the-terrorist-bangla-movie-ft-achollungi-dance-video-song-gunda-the-terrorist-movie: ঢালিউডে এতদিন বাপ্পি চৌধুরীকে সবাই ভদ্র ছেলে হিসেবেই জানতো। কিন্তু হঠাৎ করে যেন তার চরিত্রে কালি পড়লো। এফডিসিতে আওয়াজ উঠলো, আঁচলের লুঙ্গি নিয়ে টানাটানি করেছেন বাপ্পি। এ কথায় সায় দিল আঁচলও। ব্যস্ত এফডিসিতে বাপ্পি এখন ‘লুঙ্গি টানা’ নায়ক।
অবশ্য এতে নাকি বাপ্পির কোন অপরাধ নেই বলে জানিয়েছেন পরিচালক ইস্পাহানী আরিফ জাহান। তিনি জানান, আসলে তার নতুন সিনেমা ‘গুন্ডা : দ্য টেরোরিস্ট’র শ্যুটিং করতে গিয়েই এ লুঙ্গি টানাটানি। ছবিটিতে একটি আইটেম গানের সঙ্গে লুঙ্গি ডান্স দিয়েছেন বাপ্পি ও আঁচল।
জানা গেছে, বর্তমানে এর পোস্ট প্রডাকশনের কাজও শেষ। এখন ছবিটি মুক্তি দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। খুব শীগ্রই এটি সেন্সরবোর্ডে জমা পড়বে।
পরিচালক জানান, ঢাকা ও ঢাকার আশপাশের এলাকায় ১২ আগস্ট থেকে শুরু হয় সিনেমার শুটিং। শুধুমাত্র গান ও অ্যাকশন দৃশ্য ধারণের জন্য টানা ১৫ দিন কক্সবাজারে শুটিং করেছে এ সিনেমার ইউনিট। সেখানে তিনটি গানের দৃশ্যায়ন হয়েছে। অবশেষে ১৩ সেপ্টেম্বর এক মাসের মাথায় চলচ্চিত্রটির শুটিং শেষ হয়।
সিনেমাটির গল্পে দেখা যাবে, নায়ক বাপ্পির ওপর যখন শত্রুরা আক্রমণ করে তখন, ভালোবাসার মানুষটিকে বাঁচাতে বসে থাকেননি আঁচল। বাপ্পি-আঁচল মিলে লড়তে থাকেন শত্রুদের সঙ্গে। অবশেষে বাপ্পি মিশা সওদাগরকে গলা টিপে হত্যা করেন। এর মাধ্যমেই শেষ হয় আঁচল-বাপ্পি জুটির গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমার গল্প।

আঁচল জানান, এক মাসের মধ্যেই শেষ হলো এ সিনেমার শুটিং। খুব ভালো লাগছে। টানা শুটিং হওয়াতে একটু চাপ হলেও গেট আপ থেকে শুরু করে নিজের চরিত্রের মধ্যে মনোযোগ রাখতে কোনো সমস্যা হয়নি।
বাপ্পি বলেন, এ সিনেমার শুটিং খুব তাড়াতাড়ি শেষ করেছি। আমাদের পুরো শুটিং টিম মন দিয়ে কাজ করেছে। এ কাজের প্রতি আমি আলাদাভাবে নজর দিয়েছি। এর গল্পটা একটু ভিন্ন।
গুন্ডা : দ্য টেরোরিস্ট সিনেমায় প্রধান দুটি চরিত্রে অভিনয় করছেন হালের আলোচিত জুটি আঁচল আঁখি ও বাপ্পি চৌধুরী। এতে আরো অভিনয় করছেন তানভীর তনু ও অমৃতা খান। এই ছবিতে প্রথমবারের মতো আইটেম গানে নেচেছেন বাপ্পি ও আঁচল।
উল্লেখ্য, এর আগে আঁচল ও বাপ্পি একসঙ্গে চারটি চলচ্চিত্রে অভিনয় করছেন। এগুলো হলো- জটিল প্রেম, প্রেম প্রেম পাগলামি, কি প্রেম দেখাইলা, আজব প্রেম।
সূত্র : টক্কিজবিডি ডটকম।