(বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শাজাহানপুর উপজেলার চাঁদবাড়ীয়া গ্রামে দীর্ঘদিন যাবত একটি প্রয়োজনীয় রাস্তার দাবি করে আসছিল স্থানীয় জনগণ। কিন্তু দীর্ঘ ১৭ বছরেও বিষয়টি আমলে না নেয়ায় ও জনগুরুত্ব বিবেচনা না করায় অবশেষে নিরুপায় হয়ে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে তৈরি করেছে ঐ রাস্তা। স্থানীয়রা জানান, চাঁদবাড়িয়া গ্রাম থেকে মাঠের মধ্য দিয়ে জমির আইলের মতো ছোট্ট সরু এই রাস্তাটি দুটি মহাসড়কের সাথে সংযুক্ত । তাই এটি পুর্ণ রাস্তায় রুপান্তর করার দাবী ছিল দীর্ঘদিনের। এজন্য প্রয়োজনীয় জমিও দিতে রাজী ছিল স্থানীয়রা। কিন্তু জনগুরুত্বপূর্ণ এ বিষয়টি কোন জনপ্রতিনিধি আমলে নেয়নি। এতে করে এ গ্রামের মানুষদের কৃষিপণ্য ও মালামাল পরিবহনে অসহনীয় দুর্ভোগ পোহাতে হতো। তাই নিরুপায় হয়ে নিজেরাই রাস্তাটি নির্মাণ করতে বাধ্য হয়েছে। এলাকাবাসী জানান ঢাকা-বগুড়া মহাসড়ক থেকে বগুড়া- খুলনা মহাসড়ক সংযোগ রাস্তার সাথে এই সংযোগ রাস্তাটি নির্মাণ হওয়ায় তাদের কৃষিপণ্য বাজারজাত করণে অনেক সুবিধা হবে এবং কোন দুর্ভোগ পোহাতে হবে না। প্রায় আধা কিলোমিটার এই রাস্তাটি নির্মাণের ফলে যেকোন স্থানে যাতায়াতে সুবিধা হবে। গ্রামের ৩ শতাধিক স্বেচ্ছাসেবক এ কাজে অংশ নেয়। ঐ গ্রামের কৃষক সাইফুল ইসলাম বলেন, ফসলি জমি থেকে সবজি নিয়ে বৃষ্টি বর্ষায় কাঁদা পানি মধ্যদিয়ে বাজারে যেতে ভীষণ অসুবিধা হতো। দীর্ঘদিন পর এ অবস্থা থেকে পরিত্রাণ হলো। তবে রাস্তাটি পাকা হলে আরও সুবিধা হবে। এবিষয়ে উপজেলা প্রকৌশল কর্মকর্তা ফারুক হোসেন বলেন, বিষয়টি অবগত হয়েছেন। আর রাস্তার কাজ একধাপ এগিয়ে থাকায় পাকা করণের জন্য প্রকল্প আকারে দিলে ভবিষ্যতে তা পাকা করণ সহজ হবে। এছাড়াও তিনি গ্রামবাসীর এমন উদ্যোগকে স্বাগত জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান