শাহীন আলম সাজু, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন করা হয়েছে। দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা, প্রতিপাদ্যে মানববন্ধন শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
গতকাল সোমবার উপজেলা দুর্নীতি বিরোধী কমিটি ও নন্দীগ্রাম সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে উপজেলা গেটে মানববন্ধন করা হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত আলোচনা সভায় উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বেগম লুৎফুন্নেছার সভাপতিত্বে ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য প্রভাষক রাব্বী হোসাইনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু। উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, উপজেলা কৃষি অফিসার গাজিউল হক, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রানী দাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি আব্দুস সাত্তার, ফজলুল হক কাশেম, সাধারণ সম্পাদক মোজাহার হোসেন, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস লিপি, আব্দুল মতিন প্রমুখ।
শিরোনাম :
নন্দীগ্রামে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে মানববন্ধন
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ১২:৩১:১২ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
- ১৩১৪ বার
Tag :
জনপ্রিয় সংবাদ