বাংলার খবর২৪.কম: বিশ্বের সমগ্র মুসলিমদের এক হয়ে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন বাংলাদেশ সফররত ইরানের সংসদীয় প্রতিনিধি দল।
রবিবার বাংলাদেশ সফরের প্রথম দিনে ঢাকায় ইরান কালচারাল সেন্টার পরিদর্শন কালে এ আহ্বান জানান তারা।
ইরান পার্লামেন্টের মহিলা ও পরিবারিক সম্পর্ক বিষয়ক প্রধান ফাতমেহ্ রাহবার, এমপি পাঁচ সদস্যের এ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এসময় ইরান কালচারাল সেন্টারের ৩৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ ও বিশিষ্টজনের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন তারা।
মতবিনিময়কালে ফিলিস্তিনি নারী, শিশু ও নিরীহ নিরস্ত্র জনসাধারণের উপর ইসরাঈলীদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা করেন এবং এ হামলায় নিহত ফিলিস্তিনিদের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেন। এসময় সারা বিশ্ব ইসরাঈলী বর্বরতার প্রতি নিন্দা জ্ঞাপন করছে বলেও উল্লেখ করেন।
মতবিনিময়কালে প্রতিনিধিদল বলেন, ইসলামী প্রজাতন্ত্র ইরানে সমাজের সর্বক্ষেত্রে নারীর অবস্থান বিশেষ করে পার্লামেন্ট পর্যায়ে তাদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করছে। বাংলাদেশে সর্বোচ্চ পর্যায়ে নারীদের অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য ভূয়সী প্রসংশা করে এ প্রতিনিধিদল।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ডাক্তার, মানবাধিকারকর্মী, বিভিন্ন নারী সংস্থাসমুহের সংগঠকবৃন্দ, ইরান দূতাবাসের চার্জ দ্য এ্যাফেয়ার্স রেজা আলায়ী ও ইরান সাংস্কৃতিক কেন্দ্রের কালচারাল কাউন্সিলর আজগর খসরুয়াবাদী এবং ইসলামিক ফাউন্ডেশনের মহিলা বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন
শিরোনাম :
ফিলিস্তিনিদের পাশে দাঁড়ানোর আহ্বান
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৬:৩৮:২৭ অপরাহ্ন, রবিবার, ৩ অগাস্ট ২০১৪
- ১৬১৯ বার
Tag :
জনপ্রিয় সংবাদ