বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কেএস আখলাকুল আদব মডেল মাদ্রাসায় শিক্ষার গুণগতমান নিশ্চিত করনে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার মাদ্রাসা চত্বরে মাদ্রাসার সভাপতি মো. আব্দুর রাজ্জাক সরকারের সভাপতিত্বে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, মাদ্রাসার পরিচালক কাজী এম সাখাওয়াত হোসেন, শোভাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক মো. আব্দুল ওয়াহাব, বেলকা মজিদ পাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মান্নান আকন্দ, সহকারি শিক্ষক মো. সেলিম মিয়া, বেলকা ইউনিয়নের নিকাহ্ রেজিষ্টার মো. আবু রায়হান, বামনডাঙ্গা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মো. রাশেদুল ইসলাম, অভিভাবক মো. শহিদুল ইসলাম, মো. শহিদার রহমান জাহাঙ্গীর, মাদ্রাসার মুহতামিম হাফেজ মো. ইব্রাহিম খলিলুল্লাহ, শিক্ষার্থী মো. আবু হানিফ সরকার, মো. নজরুল ইসলাম, মো. রেজওয়ানুল ইসলাম, মো. নূর নাফিজ মন্ডল,মো. লাবিব হাসান প্রমূখ।
সমাবেশ চলাকালিন সময়ে হাফেজ শাখার শিক্ষার্থীগণ তাদের বাবা-মার পা রুমাল দিয়ে মুছে দিয়ে হাফেজ হওয়ার জন্য দোয়া কামনা করেন। বিশেষ এই মহুর্তটি উপস্থিত সকলের মনকে নারা দিয়েছে।
জানা গেছে, মাদ্রাসার উদ্দ্যোগে শানিবার রাতে এক তাফসীরুল কুর-আন মাহফিলের মধ্যে দিয়ে ১২ জন হাফেজকে পাগরী প্রদান করা হবে। পরে দোয়া পরিচালনা করেন মাদ্রাসার মুহতামিম।