সিহাবুল আলম সম্রাট, রাজশাহী : শনিবার ০৭ ডিসেম্বর রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতিতে ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন ও শ্রমিক উন্নয়ন কমিশন কমিয়ে দেয়ার বিষয়ে সাংবাদিকদের সাথে আলোচনা হয়,সড়ক পরিবহন বাস মালিক সমিতির কতৃপক্ষের সাথে।
এ বিষয়ে রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতির ঢাকা কোচের কাউন্টার তত্ত্ববধানে থাকা সাইদুল ইসলাম বাবু ও মামুন এর কাছে জানতে চাইলে তারা বলেন, ২০০৯ সালের পর থেকে শুরু করে আওয়ামী স্বৈরাচার সরকারের দোসররা রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতির দায়িত্বে ছিলেন, তখন ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন ও বাস শ্রমিক উন্নয়ন কমিশন আদায় হতো ৬৫০ টাকা, এতো টাকা কমিশন আদায় করা নিয়ে ঢাকা কোচের বাস মালিকদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। কাউন্টার মাষ্টার কমিশনের টাকা কমিয়ে দেয়ার জন্য ঢাকা কোচের বাস মালিকরা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন, ঢাকা কোচের বাস মালিকদের অভিযোগের প্রেক্ষিতে প্রশাসোন দ্রুত পদক্ষেপ নেই, এবং ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন ৩৫০ টাকা নির্ধারণ করে দেয়। তখন থেকে ০৫ আগষ্ট আওয়ামী স্বৈরাচার সরকার পতনের আগ পর্যন্ত এটা বলবদ ছিল। আওয়ামী স্বৈরাচার সরকারের দোসরা রাজশাহী সড়ক পরিবহন বাস মালিক সমিতির দায়িত্ব ছেড়ে পালিয়ে যাওয়ার আগে বাস মালিক সমিতির ক্ষতি সাধনের জন্যে তারা ঢাকা কোচের বাস মালিকদের বলে যায়,আপনারা সড়ক পরিবহন বাস মালিক সমিতিতে শুধু ৩০ টাকা করে জমা দিবেন, এর বেশি আর কোন টাকা আপনারা জমা দিবেন না, আওয়ামী স্বৈরাচার সরকার দোসররা আরো বলেন, দেখি সড়ক পরিবহন বাস মালিক সমিতির কার্যক্রম কিভাবে চালাই।
০৫ আগষ্টের পরের বাস মালিক সমিতির দুর্দিনে সড়ক পরিবহন বাস মালিক সমিতির দায়িত্ব ভার গ্রহণ করেন নজরুল ইসলাম হেলান। তার দূরদর্শী নেতৃত্বে রাজশাহী সড়ক পরিবহন মালিক সমিতি আবারো তাদের সঠিক কার্যক্রম পরিচালনা করছে। তারা আরো বলেন, ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন ও অফিস কমিশন বাড়ানো খুব জরুরি, তানা হলে ৩০০ উপরে কর্মচারী ০৯ জন কাউন্টার মাষ্টার বেতন ভাতা পরিশোধ করতে গিয়ে অফিস হিমসিম খাচ্ছে।
উক্ত বিষয়ে সড়ক পরিবহন বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল এর কাছে জানতে চাইলে তিনি বলেন,”০৫ আগষ্ট আওয়ামী স্বৈরাচার সরকার পতনের পর সড়ক পরিবহন বাস মালিক সমিতিতে কোন রুপ বিশৃঙ্খলা হয় নাই, সুন্দর সুশৃঙ্খল ভাবে পরিচালিত হচ্ছে। এই সমিতির সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থাকে অচল করার লক্ষে আগের কমিটির মাহাতাব, টিটুরা ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন নিতো ৬৫০ টাকা, এই বাড়তি টাকা আদায় করার জন্য ঢাকা কোচের বাস মালিকরা প্রশাসনের কাছে অভিযোগ করলে তারা এসে ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন নির্ধারণ করে দেয় ৩৫০ টাকা, ০৫ আগষ্টের আগে পর্যন্ত কাউন্টার মাষ্টার কমিশন নিতো মাহাতাব,টিটুরা।
০৫ আগষ্ট আওয়ামী স্বৈরাচার সরকারের পতনের পরে,আওয়ামী সরকারের
দোসরা পালিয়ে যাওয়ার আগে এই সমিতির ক্ষতি সাধনের লক্ষ্যে ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন অফিস কমিশন করে দেয় ৩০ টাকা, যা এখনও বলবদ। এমনত্বস্থায় ঢাকা কোচের কাউন্টার মাষ্টার কমিশন ও শ্রমিক উন্নয়ন কমিশন বাড়ানো খুব জরুরি, ঢাকা কোচের বাস মালিকদের সাথে কথা বলে কাউন্টার মাষ্টার কমিশন অফিস কমিশন বাড়ানো বিষয়ে আলাপ আলোচনা করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে,তিনি প্রশাসন ও সাংবাদিকদের সহযোগিতা কামনা করেছেন।