লালমনিরহাট প্রতিনিধি:
মাদক বিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি বন্ধে সমাজ গড়তে সর্বসাধারণের মতামত ও সমস্যা নিয়ে এলাকাবাসীর সাথে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার( ৭ নভেম্বর) বিকালে শহরের শহীদ শাহজাহান কলোনী সরকারী প্রাঃ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে লালমনিরহাট সদর থানা অফিসার ইনচার্জ ওসি আবদুল কাদের এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার তরিকুল ইসলাম।
এসময় আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে মতামত তুলে ধরেন জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি, কমিউনিটি পুলিশিং নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।
পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম জানান, মাদকবিরোধী, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজি বন্ধে সমাজ গড়তে এবং আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সর্ব সাধারণকে ইতিবাচক ভূমিকা রাখার আহবান জানান। তিনি বলেন, পুলিশ জনগণের শত্রু নয়, বন্ধু। পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করে সঠিক সেবা গ্রহণ করুন। পুলিশ জনগণের সেবক হয়ে সবসময় পাশে থেকে কাজ করছে এবং করবে।
অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ফজলুল হক, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও অন্যান্য জনসাধারণ ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান