নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা:)-কে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটুক্তি করে পোস্ট করায় পঙ্কজ কুমার (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত এগারোটার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত পঙ্কজ কুমার আদিতমারী উপজেলার সেনপাড়া বৈরাগী ভিটা এলাকার প্রফল্ল কুমারের ছেলে ।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আকবর আলী, আটকের বিষয়ে সত্যতা নিশ্চিত করে জানান, পঙ্কজ তার ফেসবুক আইডিতে মহানবী হযরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটুক্তিমূলক পোস্ট করেন। পরবর্তীতে ওই ফেসবুক পোস্ট স্থানীয় ও উপজেলার বিভিন্ন মহলের দৃষ্টিগোচর হয়, এ বিষয়ে স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষক থানায় লিখিত অভিযোগ করেন। পরে অভিযোগের ভিত্তিতে আদিতমারী থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে