(নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে আরাফাত হোসেন (১৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত আরাফাত হোসেন পৌর এলাকার দক্ষিণ ককযদু ৩ নম্বর ওয়ার্ডের হুমায়ুনের ছেলে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে ওই শিশুর পিতা ইমরান বাদি হয়ে ধামইরহাট থানায় একটি অভিযোগ দেয়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেফতার করে। অভিযোগ সূত্রে জানা গেছে, আজ দুপুরে বাড়ির পাশে শিশু তাহিরা খেলাধুলা করছিল। এসময় ওই যুবক বিস্কুট খাওয়ার লোভ দেখিয়ে ফাঁকা বাড়িতে নিয়ে যায় এবং শিশুকে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় শিশুর চিৎকার শুনতে পেয়ে মা নাসরিন এগিয়ে গেলে মেয়েকে ওই যুবকের ঘরে বিবস্ত্র অবস্থায় দেখতে পায়। বিষয়টি এলাকায় জানাজানি হলে ওই শিশুকে স্থানীয়দের সহযোগিতায় দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনায় ধামইরহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাইসুল ইসলাম সময়ের আলোকে বলেন, ওই যুবককে সন্ধ্যায় ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয়েছে। বুধবার সকালে জেলা কোর্ট হাজতে প্রেম করা হবে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান