মোঃ আব্দুর রাজ্জাক লালমনিরহাট:
বুধবার সকালে জেলা পুলিশ ট্রাফিক বিভাগের আয়োজনে শহরের বাসস্ট্যান্ড এলাকার ঢাকা বুড়িমারী মহা সড়কের পুলিশ ট্রাফিক বক্সের সামনে ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা অনুষ্ঠিত হয়।
এসময় পুলিশ সুপার তরিকুল ইসলাম সড়ক দুর্ঘটনা রোধকল্পে সচেতনতা মূলক প্রচারণা করে হেলমেট পরিহিত মোটরসাইকেল আরোহীদের ফুলেল শুভেচ্ছা জানান ও হেলমেট না পড়া আরোহীদের হেলমেট পরিহিত করেন।
পুলিশ সুপার বলেন, মোটরসাইকেল চালকদের ড্রাইভিং লাইসেন্সসহ যাবতীয় গাড়ির কাগজপত্র সাথে রাখার ও হেলমেট পরিধান করে গাড়ি চালানোর আহ্বান করেন। তিনি আরো বলেন, একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। তাই গাড়ি অধিক গতিতে না চালিয়ে ট্রাফিক আইন মেনে ও হেলমেট পড়ে গাড়ি চালালে সুরক্ষিত থাকা যায়। প্রত্যেক মোটরসাইকেল চালকের হেলমেট পরিধান করতে হবে।
ট্রাফিক সচেতনতামূলক প্রচারণায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার আতিকুল ইসলাম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কাদের, ডিবি অফিসার ইনচার্জ আমিরুল ইসলাম, ট্রাফিক অফিসার ইনচার্জ মনির ইসলাম, ট্রাফিক পরিদর্শক আশিষ কুমার পাল, ট্রাফিক সার্জেন্ট মোহাসিন ইসলাম সহ ট্রাফিক পুলিশ সদস্যগণ ও জেলা পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা।
হেলমেট বিতরণ ও ট্রাফিক সচেতনতামূলক প্রচারণা চলমান আছে ও থাকবে বলে জানান জেলা ট্রাফিকের ইনচার্জ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান