বাংলার খবর২৪.কম : প্রতি বছর বাংলাদেশ থেকে এক হাজার নারী শ্রমিক নেবে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমিরাত সফরকালে রোববার এ সংক্রান্ত একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
রোববার বিকেল ৪ টার দিকে আবুধাবির সেন্ট রেজিস হোটেলে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ধীন জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও সংযুক্ত আরব আমিরাতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সোশাল সিকিউরিটি ফান্ড কর্তৃক প্রফেশনাল লেবার রিক্রুটমেন্ট কোম্পানি (আমালা) এর মধ্যে ওই সমোঝতা স্মারকটি স্বাক্ষরিত হয়।
এতে বাংলাদেশের পক্ষে বিএমইটি মহাপরিচালক বেগম সামসুন নাহার এবং আমালা এর পক্ষে চেয়ারম্যান ড. হুমায়ুন মুহাম্মদ আল মুহিমি স্বাক্ষর করেন।
স্বাক্ষরিত সমোঝতা স্মারকের মূল লক্ষ্য; প্রচলিত ব্যবস্থার তুলনায় শিথিল শর্তে বাংলাদেশ থেকে গৃহপরিচারিকা প্রেরণ করা। যার মাধ্যমে নারীদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হয়।