রাব্বি সরকার: নরসিংদীর শিবপুর উপজেলার ভোটারদের স্মার্ট জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণের শুভ উদ্বোধন করা হয়েছে। রবিবার (০১ ডিসেম্বর) সকালে শিবপুর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের হল রুমে এই উদ্ভোধন করা হয়।
উদ্ভোধনী অনুষ্ঠানে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ ফরিদুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কলিমুল্লাহ।
এসময় আরও উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব তোফাজ্জল হোসেন, শিবপুর মডেল থানার অভিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মোছাঃ ফারিজা নূর, শিবপুর উপজেলা বিএনপি সভাপতি আবুল হারিস রিকাবদার, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মাহফুজুল হক শামীম মোল্লা, প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান