রাজশাহী (প্রতিনিধি)
২৮ নভেম্বর বৃহস্পতিবার বিকালে রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের কেন্দ্রীয় কার্যালয়ে ৯৬ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
রাজশাহী বিভাগের ০৮ টি জেলার সদস্য সচিবদের মতামতের ওপরে ভিত্তি করে
সভাপতি এম এ আরিফ, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান,সাংগঠনিক সম্পাদক সিহাবুল আলম সম্রাট, দপ্তর সম্পাদক সুলতান মাহমুদ,প্রচার সম্পাদক মোঃ জয়নাল আবেদিন জয় সহ সকলের অক্লান্ত পরিশ্রমের ফলে সৎ,সাহসী,মেধা সম্পন্ন,নবীন প্রবীণ এর সমন্বয়ে গঠিত হলো ৯৬ সদস্য বিশিষ্ট রাজশাহী বিভাগীয় প্রেসক্লাবের পূর্ণাঙ্গ
কমিটি। সকলের মতামতের ভিত্তিতে উক্ত কমিটির মেয়াদকাল (৩) তিন বছর করা হয়।
পূর্ণাঙ্গ কমিটির পরিচিতি দেয়া হলো---
উপদেষ্টা- ডক্টর মো: আমিরুল ইসলাম কনক
ছাত্র উপদেষ্টা, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও সহযোগী অধ্যাপক, ফোকলোর বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।
ডক্টর কেএম মোজাফফর হোসাইন
ডিন-ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদ, রাজশাহী, বিশ্ববিদ্যালয়।
ডক্টর মো: জাহাঙ্গীর আলম বিভাগীয় প্রধান- মনোবিজ্ঞান বিভাগ বানেশ্বর সরকারি কলেজ, রাজশাহী ।
সভাপতি- এম এ আরিফ
এই বাংলা-স্পেশাল করেসপন্ডেন্ট, অপরাধ সূত্র-ব্যুরো প্রধান, রাজশাহী বিভাগ।
সিনিয়র সহ সভাপতি- শেখ তোফাজ্জল হুসাইন (আর টিভি- জেলা প্রতিনিধি নাটোর)। সহ সভাপতি- এ এস এম রাইহান আলম (এটিএন বাংলা, দৈনিক দিনকাল, দৈনিক বাংলাদেশ বুলেটিন-জেলা প্রতিনিধি নওগাঁ, দৈনিক সানশাইন-ব্যুরো প্রধান), ইমাম হাসান মুক্তি (দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ সম্পাদক, দৈনিক আজকের পত্রিকা- উপজেলা প্রতিনিধি লালপুর, নাটোর), মো: জামাল উদ্দিন (দৈনিক নতুন প্রভাত-ভ্রাম্যমান প্রতিনিধি), মো: মতলুব হোসেন (জয়পুরহাট খবর-নির্বাহী সম্পাদক ও বার্তা প্রধান, দৈনিক বাংলাদেশের খবর, দ্যা ট্রাইবুন্যাল- জেলা প্রতিনিধি জয়পুরহাট), আর কে আকাশ (এশিয়ান টিভি-জেলা প্রতিনিধি পাবনা), মো: রবিউল ইসলাম রবি (দৈনিক গণবার্তা২৪- সম্পাদক, ক্রাইম নিউজ প্রতিদিন-সম্পাদক, রাজশাহী), মোঃ আবু সুফিয়ান সুমন (দৈনিক রাজশাহী প্রতিদিন- স্টাফ রিপোর্টার, দৈনিক সংগ্রাম, দৈনিক নাগরিক ভাবনা - উপজেলা প্রতিনিধি পুঠিয়া, বিডি সংবাদ24 ডট কম-স্টাফ রিপোর্টার, রাজশাহী)।
সাধারণ সম্পাদক- মো: রাকিবুল হাসান
(দৈনিক আলোকিত প্রতিদিন-বিশেষ প্রতিনিধি, সাপ্তাহিক সৌহার্দ্য-বার্তা সম্পাদক রাজশাহী, দৈনিক শব্দ মিছিল-জেলা প্রতিনিধি রাজশাহী, দৈনিক সাদাকালো-সম্পাদক ও প্রশাসক, দৈনিক রাজশাহীর খবর- সম্পাদক ও প্রশাসক।
যুগ্ম সাধারণ সম্পাদক- মো: পায়েল হোসেন রিন্টূ (এশিয়ান টিভি -স্টাফ রিপোটার, পাবনা, এক্সপ্রেস নিউজ- ভারত বাংলাদেশ প্রতিনিধি, দৈনিক ভোরের ডাক- উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী, পাবনা)। সহ সাধারণ সম্পাদক- মো: রেজাউন নবী মন্ডল (দৈনিক যুগান্তর- উপজেলা প্রতিনিধি মান্দা, নওগাঁ), নেওয়াজ মোরশেদ নোমান (দৈনিক আমার বার্তা ও এশিয়ান টিভি - জেলা প্রতিনিধি জয়পুরহাট), বদিউজ্জামান রাজাবাবু (দৈনিক বাংলাদেশের খবর, দৈনিক আমার বার্তা, দৈনিক বাংলাদেশের নিউজ, দি ডেইলি বিজনেস পোস্ট-জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ), আব্দুল বশির ডলার (বাংলাদেশের খবর, স্বাধীন মত, বাংলাদেশ নিউজ, আমার বার্তা-জেলা প্রতিনিধি রাজশাহী), মো: মাইনুর রহমান মিন্টু (দৈনিক ডেসটিনি-কোঅর্ডিনেটর, রাজশাহী), মো: হাবিবুর রহমান ফ্লাওয়ার (বিজনেস বাংলাদেশ-সিটি করেসপন্ডেন্ট, রাজশাহী)।
সাংগঠনিক সম্পাদক- মোঃ সিহাবুল আলম সম্রাট
(ঢাকা টিভি- জেলা প্রতিনিধি রাজশাহী, দৈনিক বাংলাদেশ সমাচার-বিশেষ প্রতিনিধি রাজশাহী,
উন্মোচন টেলিভিশন-স্টাফ রিপোর্টার, রাজশাহী দৈনিক লিখনী সংবাদ, দৈনিক বিডি টুডে,দৈনিক বাংলাদেশ সংবাদ প্রতিদিন- বিভাগীয় ব্যুরো চীফ, রাজশাহী, দৈনিক বাংলাদেশ বুলেটিন- উপজেলা প্রতিনিধি, পুঠিয়া, রাজশাহী।
সহ-সাংগঠনিক সম্পাদক- আবুহেনা মো: মোস্তফা কামাল (দৈনিক সংবাদ, দৈনিক সোনার দেশ- উপজেলা প্রতিনিধি ধামুরহাট, নওগাঁ), মো: মোখলেসুর রহমান (দৈনিক সময়ের আলো- উপজেলা প্রতিনিধি মহাদেবপুর, উত্তরা প্রতিদিন-রাজশাহী প্রতিনিধি, এশিয়ান টিভি উপজেলা প্রতিনিধি মহাদেবপুর, মহাদেবপুর প্রেসক্লাব – অর্থ সম্পাদক, নওগাঁ), মো: আলাউদ্দিন জালাল (দৈনিক প্রাপ্তি প্রসঙ্গ-ব্যবস্থাপনা সম্পাদক, দৈনিক জনতা, দৈনিক সোনালী সংবাদ, সিল্কসিটি নিউজ- উপজেলা প্রতিনিধি লালপুর, নাটোর) মো: শহিদুজ্জামান সোহেল (দৈনিক মুক্তবার্তা-বিশেষ প্রতিনিধি, রাজশাহী), মো: নাদিম হোসেন (দৈনিক জবাব দিহি ও এশিয়ান টিভি, জেলা প্রতিনিধি চাঁপাই নবাবগঞ্জ), মো: রবিউল ইসলাম (আমাদের কণ্ঠ, দৈনিক উপচার-স্টাফ রির্পোরটার, রাজশাহী)।
দপ্তর সম্পাদক- সুলতান মাহমুদ (এই বাংলা-স্টাফ রিপোর্টার)।
সহ-দপ্তর সম্পাদক- এস এম মাহফুজুর( দৈনিক বার্তা, মহানগর বার্তা-স্টাফ রিপোর্টার রাজশাহী), মো: রফিকুল আলম সোহেল (দৈনিক সানশাইন-উপজেলা প্রতিনিধি মোহনপুর, রাজশাহী), মোঃ আতাউর রহমান (মর্নিং পোস্ট-জেলা বিশেষ প্রতিনিধি রাজশাহী, ঢাকা পোস্ট ৭১,বাংলাদেশ খবর প্রতিদিন-উপজেলা প্রতিনিধি বাগমারা), মো: আব্দুস সালাম (দৈনিক জনতা- জেলা প্রতিনিধি নাটোর), মো: জাকারিয়া আল-ফয়সাল ( মুভি বাংলা টেলিভিশন-উপজেলা প্রতিনিধি পবা, দৈনিক ঘোষণা-স্টাফ রির্পোটার, দৈনিক চেতনায় বাংলাদেশ-ব্যুরো প্রধান, রাজশাহী)।
প্রচার সম্পাদক- মোঃ জয়নাল আবেদীন জয় (দৈনিক সোনালী কণ্ঠ, দৈনিক বিটিসি নিউজ- জেলা প্রতিনিধি রাজশাহী,
দৈনিক সকাল, বিভাগীয় ব্যুরো চীফ,রাজশাহী
দৈনিক উপাচার,Hello Dhaka, দৈনিক গণবার্তা২৪-স্টাফ রিপোর্টার, রাজশাহী)।
সহ প্রচার সম্পাদক- মো: রায়হান রেজা (দৈনিক বাঙলার জাগরণ-সিটি প্রতিনিধি রাজশাহী), মোঃ বাবলু আলী (সকালের শিরোনাম-ক্রাইম রিপোর্টার, রাজশাহী), মোঃ সিজার হোসেন (বাংলাদেশ সংবাদ প্রতিদিন-জেলা ভ্রাম্যমান প্রতিনিধি, রাজশাহী), মো: মুমিত হাসান (দৈনিক আজকের কন্ঠ- ব্যুরো প্রধান, রাজশাহী বিভাগ)।
অর্থ সম্পাদক- মো: আব্দুল আলিম (দৈনিক বাঙালার জাগরণ- জেলা প্রতিনিধি রাজশাহী, দৈনিক সবুজ নগর-স্টাফ রির্পোটার, রাজশাহী)। সহ অর্থ সম্পাদক- মোঃ আব্দুল জব্বার (দৈনিক আজকের প্রভাত-জেলা প্রতিনিধি রাজশাহী), মোহাম্মদ আলী (দৈনিক যায়যায় দিন, পদ্মাটাইমস-উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী), মো: মোমিন উদ্দিন জাদরান (দৈনিক আলোকিত প্রতিদিন- উপজেলা প্রতিদিন দূর্গাপুর, রাজশাহী), রেজওয়ান রুপম মাহমুদ (দৈনিক রাজশাহীর খবর-স্টাফ রিপোর্টার)।
ধর্ম বিষয়ক সম্পাদক- ড. গোলাম কিবরিয়া (গবেষক, লেখক-মাসিক আত-তাহরীক, প্রভাষক, বশিরাবাদ দাওয়াতুল ইসলামী আলিম মাদরাসা, রাজশাহী)।
সহ ধর্ম বিষয়ক- সম্পাদক মো: আবু তাহের (গবেষক, লেখক-মাসিক আল-ইহতেসাম, রাজশাহী)।
আইন বিষয়ক সম্পাদক- এ্যাড. মো: শাহ জামাল (আইনজীবী,পিপি- যৌন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইবুনাল, রাজাশাহী জজকোর্ট)।
সহ আইন বিষয়ক সম্পাদক- এ্যাড. মো: মামুনুর রশিদ জন (আইনজীবী-রাজাশাহী জজকোর্ট), এ্যাড. মো: আব্দুল হালিম (আইনজীবী-চাঁপাইনবাবগঞ্জ জজকোর্ট, দৈনিক সাদা কালো- আদালত প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ)।
মহিলা বিষয়ক সম্পাদিকা- মাকসুদা খাতুন (দৈনিক বাংলাদেশের আলো- জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)।
সহ মহিলা বিষয়ক সম্পাদিকা- মোছা: শাহীদা খাতুন (দৈনিক আমার বার্তা- জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ), মোসাঃ পারভীন আক্তার (বানিজ্য প্রতিদিন-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ), মাহফুজা আক্তার বৃষ্টি (দৈনিক গণবার্তা২৪-স্টাফ রির্পোটার রাজশাহী)।
যুব ও ক্রীড়া সম্পাদক- মো: শহিদুল ইসলাম (নয়া শতাব্দি- উপজেলা প্রতিনিধি গোদাগাড়ী, রাজশাহী)।
সহ যুব ও ক্রীড়া সম্পাদক- মো: মোজাফ্ফর হোসেন বুলু (মানবাধিকার-বিশেষ প্রতিনিধি, রাজশাহী), মো: গোলাম মহিউদ্দিন মারুফ (দৈনিক আলোকিত প্রতিদিন- ফটো সাংবাদিক, রাজশাহী)।
ত্রাণ-দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক- হোসাইন মো: মোবারক (দৈনিক বাংলার নবকন্ঠ, দৈনিক রাজশাহী- উপজেলা প্রতিনিধি বাগমারা, রাজশাহী)।
সহ ত্রাণ-দুর্যোগ ও পূর্ণবাসন সম্পাদক- মোঃ আল আমিন (দৈনিক আমাদের মাতৃভূমি, বাংলার নবকণ্ঠ- উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মো: এজাজুল মুন্নাহ (দেশ চ্যানেল সংবাদ- উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), সারোয়ার হোসেন সবুজ (দৈনিক আলোকিত সকাল-উপজেলা প্রতিনিধি গোদাগাড়ী, রাজশাহী)।
তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো: মিজানুর রহমান (যুগান্তর- উপজেলা প্রতিনিধি চারঘাট, রাজশাহী)।
সহ তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক- মো: মাজহারুল ইসলাম (প্রাপ্তি প্রসঙ্গ-বার্তা সম্পাদক, দৈনিক আমাদের সময়-উপজেলা প্রতিনিধি লালপুর, নাটোর), মো: জোবায়ের ইসলাম (দৈনিক চেতনা বাংলাদেশ-জেলা প্রতিনিধি, রাজশাহী Daily News Bangladesh-Paba, correspondent)।
সাংস্কৃতিক সম্পাদক- মো: মোক্তাদের হোসেন (সাবেক, বাংলাভিশন-প্রোগ্রাম প্রডিউসার, স্ক্রিপ রাইটার এবং রির্পোরটার, এটিএন বাংলা-ক্রাইম রির্পোটার টিম- এসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং স্ক্রিপ রাইটার, মোহনা টিভি-টক শো প্রেজেন্টার এবং টক শো ডিরেক্টর)।
সহ সাংস্কৃতিক সম্পাদিকা- কামরুন নাহার (দৈনিক আলোর কণ্ঠ-জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ)। সহ সাংস্কৃতিক সম্পাদক- মো: আ: হামিদ আলী (দৈনিক উপচার- উপজেলা প্রতিনিধি, পুঠিয়া বিটিসি নিউজ-জেলা প্রতিনিধি রাজশাহী), মো: হাবিবুল বাশার আলিফ (দৈনিক আনন্দ বার্তা- জেলা প্রতিনিধি রাজশাহী)।
নির্বাহী সদস্য- টিপু সুলতান (দৈনিক সানশাইন-উপজেলা প্রতিনিধি তানোর, রাজশাহী), মো: কামরুল ইসলাম (দৈনিক সংগ্রাম- উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মো: আনোয়ার হোসেন (দৈনিক নববাণী-ফটো সাংবাদিক, রাজশাহী), মো: হাফিজুর রহমান খান (দৈনিক বাঙ্গালীর কণ্ঠ-ফটো সাংবাদিক, রাজশাহী), আব্দুস সামাদ (দৈনিক সাদা কালো-বার্তা সম্পাদক, রাজশাহী), মো: মুকুল হোসেন (দৈনিক জনতার ইশতেহার-জেলা প্রতিনিধি), মোঃ রবিউল (দৈনিক আলোর বার্তা-জেলা প্রতিনিধি), মোঃ ইমাম হাসান জুয়েল (দৈনিক নাগরিক ভাবনা-স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ), মোঃ মনোয়ার হোসেন রুবেল (দৈনিক বাংলাদেশ সমাচার-স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ), তাজরিন খান (দৈনিক একুশে সংবাদ- জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ), আল আমিন খান (দৈনিক অগ্রযাত্রা-স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ), আবুল বাসার মিলন (দৈনিক সমাজ সংবাদ-জেলা প্রতিনিধি চাঁপাইনবাবগঞ্জ), এস এম শাহিদ হোসেন শিশির (দৈনিক বাঙ্গালির কণ্ঠ-ব্যুরো চিফ, রাজশাহী বিভাগ), মো: শাহিনুর হাসান (দৈনিক সমাবেশ-বিভাগীয় প্রতিনিধি রাজশাহী, দৈনিক রাজশাহীর আলো-স্টাফ রির্পোটার), মো: আফজাল হোসেন (নন্দন কমিউনিটি টিভি-বাংলা নিউজ এডিটর, বাংলাদেশ), মোঃ মেহেদী হাসান মিলন (ডিপিসি বাংলা টিভি-উপজেলা প্রতিনিধি পুঠিয়া, দর্পণ টিভি-জেলা প্রতিনিধি রাজশাহী), মোঃ সাহীন উদ্দীন আকাশ (মুক্তির সমাচার সংবাদ-স্টাফ রিপোর্টার, কাজী টিভি-জেলা বিশেষ প্রতিনিধি রাজশাহী), মো: মসিউর রহমান (দেশ বাংলা, ডিবিসি জার্নাল-উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী)।
সদস্য- মো: মিজানুর রহমান (নববাণী-জেলা প্রতিনিধি পাবনা), মো: মারুফ আহমেদ (দৈনিক মাতৃজগৎ-স্টাফ রিপোর্টার, রাজশাহী), মো: জাহাঙ্গীর আলম (দৈনিক বাংলার সময়- উপজেলা প্রতিনিধি বাগমারা, রাজশাহী), মোঃ রাকিবুল সান্ত (ডিপিসি বাংলা টিভি- ক্যামেরাম্যান, রাজশাহী জেলা), মোঃ বদিউজ্জামান বিপুল (বাংলাদেশ সংবাদ প্রতিদিন- ফটোসাংবাদিক রাজশাহী জেলা), মোঃ মুন্না আলী (দেশ চ্যানেল- উপজেলা প্রতিনিধি, পুঠিয়া , রাজশাহী), মোঃ আকাশ ইসলাম (দর্পণ টিভি- উপজেলা ভ্রাম্যমান প্রতিনিধি, দূর্গাপুর, দৈনিক মুক্তির সমাচার- ভিডিও এডিটর, রাজশাহী), মোঃ মানিক হোসেন (বিডি টুডে- উপজেলা প্রতিনিধি পুঠিয়া, রাজশাহী), মো: মনিমুল ইসলাম বিপু (স্বদেশ বার্তা-ফটো সাংবাদিক, রাজশাহী), মো: আসাদুজ্জামান সুমন (দৈনিক আমাদের জন্মভূমি-ক্রাইম রির্পোটার, রাজশাহী), মো: শফিকুল ইসলাম (দৈনিক অনাকন্তির কণ্ঠ-স্টাফ রির্পোটার, রাজশাহী), মো: নাঈম হোসেন (দৈনিক ঢাকার ডাক-উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মো: মশফিকুর রহমান মিশন (সাপ্তাহিক চলন বিলের আলো, দৈনিক বিজয়- উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী, পাবনা), ইসমাঈল হোসেন (দৈনিক মাতৃজগত- উপজেলা প্রতিনিধি দূর্গাপুর, রাজশাহী), মোঃ কামাল পাশা (টি আই টিভি, আমার প্রিয় ইসলাম, জেলা প্রতিনিধি রাজশাহী)।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান