রশিদুল ইসলাম (নিজস্ব) সংবাদদাতা
সাফ নারী চ্যাম্পিয়নশীপ বিজয়ী লালমনিরহাটের খেলোয়াড় মুনকি আক্তার কে সংবর্ধনা দিয়েছে জেলা প্রশাসন।
বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে খোলা গাড়ীতে মুনকিকে নিয়ে একটি র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন পুলিশ সুপার তরিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মাহবুবুর রহমান, জেলা মহিলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি জীবন নাহার জেসমিন (জেমি), সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আঞ্জুমান আরা শাপলা, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি আব্দুল হাকিম।
এই ধরনের আয়োজনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মুনকি বলেন, ‘নারী ফুটবলাররা লালমনিরহাটে পিছিয়ে আছেন। তাদেরকে সহযোগিতা করলে তারা আরো ভাল করতে পারবে।’
এ সময় মুনকি আক্তার তার নিজ উপজেলা পাটগ্রামে একটি মিনি স্টেডিয়াম সহ বিভিন্ন সুযোগ-সুবিধার দাবী জানান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান