বাংলার খবর২৪.কম : গত ছয় মাসে খুলনার পাইকগাছা থানার পুলিশ ২৯টি অবৈধ আগ্নেয়াস্ত্র ও ১৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে। একই সময়ে ২৯ বনদস্যু, চার ডাকাত, ১৬ সাজাপ্রাপ্ত আসামি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ৭৪ জন আটক হয়েছে। এছাড়া ‘বন্দুকযুদ্ধে’ ১৩ বনদস্যু নিহতের ঘটনাও রয়েছে।
আটক ও নিহতদের নামে পাইকগাছাসহ জেলার বিভিন্ন থানায় চুরি, ডাকাতি, অপহরণ, খুন ও অস্ত্র আইনে একাধিক মামলা রয়েছে বলে দাবি করেছে পুলিশ। একই সময়ে দস্যুতা দমন ও আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় বিশেষ ভূমিকা রাখার জন্য সেখানকার জনপ্রতিনিধি ও থানার ওসিকে পুরষ্কৃত করার ঘটনাও ঘটেছে।
থানা পুলিশ জানিয়েছে, গত ৬ মাসে স্থানীয়দের সহায়তায় পুলিশ উপজেলার আমিরপুরের হালিম সানার থেকে একটি, বয়ারঝাপার রওশন গাজীর থেকে ৯টি, বাসাখালীর আসলাম গাজীর থেকে একটি ও সর্বশেষ ৫ অক্টোবর পুলিশের সঙ্গে দুই দফা ‘বন্দুকযুদ্ধের’ পর বনদস্যুদের কাছ থেকে ১৭টিসহ মোট ২৯টি বন্দুকসহ ১৫০ রাউন্ড গুলি উদ্ধার করেছে।
এদিকে আটক বনদস্যুদের মধ্যে গড়ইখালীর মিজান জোয়াদ্দার ও শহিদুল ইসলাম, কয়রা উপজেলার আবু বক্কর সরদার, লস্করের শাহীন গাজী, দাকোপ উপজেলার শহিদুল ফকির, চাঁদখালীর দুর্ধর্ষ শাহীন গাজী ও ঈদুল আযহার আগের দিন পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে নিহত ১৩ বনদস্যুদের মধ্যে ডুমুরিয়া উপজেলার ১০ জন রয়েছে।
নিহতরা হলেন- কারিমুল, হাবিবুর রহমান হবি, দুই সহোদর আফিরুল শেখ ও ইব্রাহীম, শরিফুল মোল্লা, শহিদ, মহাসীন শেখ, নাসরুল শেখ, রুবেল শেখ ও জোনায়েদ খান। মংলার আলম মোল্লা, দাকোপের হানিফ গাজী ও পাইকগাছার দেলুটির সবুর মোড়ল। চার ডাকাতদের মধ্যে বাঁকা
রাড়–লী ও কাঠিপাড়ার মতিয়ার রহমান, আজগর গাজী, আফসার মোড়ল, ও সিলেমানপুরের আমিরুল।
এছাড়াও গত ৬ মাসে পলাতক ১৬ সাজা প্রাপ্ত আসামি, মাদক বিক্রেতার অভিযোগে ৭৪ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। গত ৬ মাসের এসব ঘটনার পর চলতি মাসের ২১ তারিখে দেলুটিতে পুলিশিং কমিটির এক সমাবেশে খুলনা জেলা প্রশাসক আনিছ মাহমুদ ও পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বনদস্যুদের আটক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় দেলুটিবাসীকে বীর জনতা হিসাবে আখ্যা দিয়ে নৌপথে টহল জোরদার ও স্থানীয় দেলুটি পুলিশ ক্যাম্পকে স্থায়ী করার ঘোষণা দিয়েছেন।
এসময় সন্ত্রাস ও মাদক দমনে পুলিশের সফলতায় দেলুটির ইউপি চেয়ারম্যান সমর কান্তি হালদার ও সাবেক চেয়ারম্যান নির্মল মন্ডল ইউনিয়ন বাসীর পক্ষ থেকে পাইকগাছা থানার ওসি সিকদার আককাছ আলীকে ক্রেস্ট দিয়ে সম্মাননা জানান।
এসময় পুলিশ সুপার মো. হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, উপকূলীয় সুন্দরবন অঞ্চলে দস্যুতা দমনে তাদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। তিনি সন্ত্রাস ও মাদক দমনে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান