আনিছুর রহমান (পাটগ্রাম)প্রতিনিধি
চট্টগ্রামে উগ্রবাদী সংগঠন ইসকনের সন্ত্রাসীদের হামলায় এডভোকেট সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন বাউড়া ইউনিয়ন এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ছাত্র-জনতার,সাধারণ মুসলিম জনতা অংশ গ্রহণে এই মিছিলটি ২৭ নভেম্বর, সোমবার বিকেলে অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি বাউড়া ইউনিয়ন বাজার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, রাজনৈতিক কর্মী, এবং সাধারণ মানুষ অংশ নেন। মিছিলকারীরা এডভোকেট সাইফুল ইসলামের নির্মম হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এর সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন।
মিছিল শেষে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, "ইসকনের উগ্রবাদী কর্মকাণ্ডেs নিরীহ মানুষের জীবন ঝরে যাচ্ছে। আমরা এ ধরনের সহিংসতার নিন্দা জানাই এবং সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করছি।"
মিছিল ও সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয় এবং এতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান