শাহীন আলম সাজু,নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু কে নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
মঙ্গলবার (২৬ নভেম্বর ) বিকাল ৩টায় নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ ফুলের শুভেচ্ছা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি মো: জামাল হোসেন, অন্যতম সদস্য আ:বারিক, আনোয়ার হোসেন, হারুনুর রশিদ, আশরাফুল আলম, বিদ্যুৎ হোসেন, পারভেজ রাব্বী, মাহমুদুল হাসান, হান্নান মাহমুদ সনি, আতিকুী রহমান (প্রমূখ)
১লা ডিসেম্বর নিরাপদ সড়ক দিবস কে সামনে রেখে উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু নিরাপদ সড়ক চাই (নিসচা) নন্দীগ্রাম উপজেলা শাখার বিভিন্ন কার্যক্রমের প্রশংসা করেন, তিনি বলেন সড়কের দূর্ঘটনা কমিয়ে আনতে নিচসা অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এ সময় তিনি নিরাপদ সড়ক চাই (নিসচা) এর সাথে থাকবেন এবং সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।