রাব্বি সরকার: নরসিংদীর শিবপুর উপজেলার বান্দারদিয়ায় মোবাইল কোর্টের অভিযানে মেসার্স পাঠান ফিলিং স্টেশনে ওজনে কারচুপি করায় জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) শিবপুর উপজেলা প্রসাশন ও বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের উপ পরিচালক মোঃ হাবিবুর রহমান জানান, বান্দারদিয়ায় মেসার্স পাঠান ফিলিং স্টেশনে পেট্রোল প্রতি ৫ লিটারে ২৮০ মি.লি কম, অকটেন প্রতি ৫ লিটারে ২০ মি.লি ও ২টি ডিজেল ডিফেন্ডিং ইউনিটে প্রতি ৫ লিটারে ২০ মি.লি., ১০ মি.লি কম পাওয়া যায়। এই পাম্পে ওজনে কারচুপি করায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শিবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুর রহিম এর নেতৃত্বে উক্ত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক অফিসের পরিদর্শক (মেট) শেখ রাসেল অংশগ্রহণ করেন। এসময় তাকে ফিল্ড অফিসার (সিএম) এ এফ এম হাসিবুল হাসান সহায়তা করেন।