
নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম হুজুর উদ্দিন সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একাধিক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে ওই বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক নাজিমুল ইসলাম খানের বিরুদ্ধে। তিনি ওই বিদ্যালয়ের গণিতের শিক্ষক।
জানা গেছে, ২০০২ সাল থেকে কর্মরত ওই শিক্ষকের বিরুদ্ধে গুরুতর এসব অভিযোগ তুলে গতকাল সোমবার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে লিখিত অভিযোগ দিয়েছেন একাধিক ছাত্রীর অভিভাবক। পরে ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা গেছে, শিক্ষক নাজিমুল ইসলাম খান দীর্ঘদিন ধরে উক্ত প্রতিষ্ঠানের ছাত্রীদের অশ্লীল কথাবার্তা বলে উত্ত্যক্ত করেন। টিউটোরিয়াল পরীক্ষায় নম্বর কম দেওয়ার হুমকি ও ভয় দেখিয়ে একাধিক ছাত্রীর সঙ্গে খারাপ আচরণ করে যৌনতায় লিপ্ত হওয়ার চেষ্টা করেন তিনি । তবে অভিযোগ অস্বীকার করে নাজিমুল ইসলাম খান বলেন, ‘আমার বিরুদ্ধে মিথ্যা,বানোয়াট, ষড়যন্ত্র চলছে ।’
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা ইউএনও নুরুল ইসলাম বলেন, ঘটনা প্রমাণিত হলে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।