(বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলার কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের ভালশুন বাজার থেকে ভালশুন দাখিল মাদ্রাসায় চলাচলের সড়কটি প্রায় দীর্ঘদিন ধরে খানান খন্ডে পরিণত হয়েছে। যার ফলে প্রতিনিয়ত উক্ত সড়কের উপর দিয়ে যান চলাচল স্কুল ও মাদ্রাসা পড়ুয়া শিক্ষকদের শিক্ষার্থী ও ভালশুন পশ্চিমপাড়া গ্রামের মানুষ চরম ভোগান্তি পোহাতে। এবং দীর্ঘদিন সড়কটি সংস্কার না করাই এখন সেই সড়ক টি মরণফাঁদে পরিণত হয়েছে। রাস্তাটি সংস্কারের অভাবে চলাচলের একবারে অযোগ্য হয়ে পড়েছে। রাস্তাটি মাদ্রাসাসহ ভালশুন পশ্চিপাড়া গ্রামে যাওয়ার একমাত্র পথ। ভালশুন বাজার থেকে মাদ্রাসা হয়ে ভালশুন পশ্চিমপাড়া গ্রাম পর্যন্ত জনসাধারণের সুবিধার্থে ইটের সলিং দিয়ে এক কিলোমিটার রাস্তাটি নির্মাণ করা হয়। কিন্তু ভালশুন বাজার থেকে মাদ্রাসা পর্যন্ত প্রায় কোয়াটার কিলোমিটার রাস্তার বেশিরভাগ অংশ দেবে যাওয়ায় রাস্তায় বিছানো ইটগুলো একেবারে এবড়োথেবড়ো হয়ে মানুষের চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। যার ফলে মাদ্রাসার শিক্ষার্থীসহ ভালশুন পশ্চিমপাড়ার মানুষ সাইকেল, মোটরসাইকেলে চড়ে বা হেঁটে এ রাস্তা দিয়ে চলার সময় প্রতিনিয়ত দুর্ঘটনার সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে মাদ্রাসার পূর্বের দুই পাশের পুকুরের কাছে রাস্তার একেবারে বেহাল দশা। বিশেষ করে বর্ষার সময় রাস্তাটি যেন এক মরণফাঁদে পরিণত হয়। এ বিষয়ে ভালশুন দাখিল মাদ্রাসার সুপার এবিএম জালাল উদ্দিন জানান। মাদ্রাসার আসা-যাওয়া রাস্তাটি চলাচলে অযোগ্য হয়ে পড়ায় বর্ষাকালসহ সব সময় মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। রাস্তার বিষয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদকে জানানো হয়েছে। এ বিষয়ে মালঞ্চা ইউপি চেয়ারম্যান নেছার উদ্দিন জানান। এর আগে দুবার সড়ক টি মেরামত করা হয়েছে। কিন্তুু ভারি যানবাহন চলাচল করায় আবারও রাস্তাটি চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। তিনি আরো জানান সড়কটি সংস্কারের জন্য এখন কোন সরকারি কোন বরাদ্দ নেই। তবে বরাদ্দ পেলে সড়ক টি সংস্কার করা হবে। এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা আফরোজ জানান তিনি বিষয়টি দেখবেন ।
শিরোনাম :
বগুড়া ভালশুন দাখিল মাদ্রাসার রাস্তা যেন মরণফাঁদ
- বাংলার খবর ডেস্ক :
- আপডেট টাইম : ০৫:১৩:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
- ১২৬৮ বার
Tag :
জনপ্রিয় সংবাদ