(বগুড়া) প্রতিনিধি:
নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সয়াবিন তেল বিক্রির অভিযোগে এক ব্যবসায় প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জেলা টাস্কফোর্স কমিটি৷ রোববার (১৭ নভেম্বর) বিকালে শহরের রাজাবাজারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বগুড়া ভোক্তা অধিকারের সহকারী পরিচালক মেহেদী হাসান। এসময় টাস্কফোর্স কমিটির ফজিলাতুন্নেছা ফৌজিয়া, সম্পাদক ক্যাব এবং দুইজন শিক্ষার্থী প্রতিনিধি ও জেলা পুলিশ সদস্যরা অভিযানে সহযোগিতা করেন৷ ভোক্তা অধিকারের কর্মকর্তা মেহেদী হাসান জানান অভিযান পরিচালনা কালে মেসার্স রাজু স্টোর এর বিরুদ্ধে ধার্যকৃত মূল্যের অতিরিক্ত মূল্যে সয়াবিন তেল বিক্রয়ের অভিযোগ প্রমাণিত হয়। এই অপরাধের কারণে উক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার আইন অনুযায়ী ১২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং রাজাবাজারের সকল ব্যবসায়ীকে সতর্ক করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান