আশরাফুল হক,স্টাফ রিপোর্টার লালমনিরহাট
সুন্দর ঝকঝকে এবং স্পষ্ট হাতের লেখা প্রতিযোগীতায় রংপুর বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী মো. রাউফুল ইসলাম।
বৃহস্পতিবার (১৫ নভেম্বর) দুপুরে রংপুর বিভাগীয় কিন্ডারগার্টেন এসোসিয়েশন কর্তৃক আয়োজনে রংপুর সিটি মডেল পাবলিক স্কুল এন্ড কলেজে হাতের লেখা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। এতে রংপুর বিভাগের অনেক শিক্ষার্থী অংশগ্রহণ করে।
এসোসিয়েশনটির মহাসচিব আমজাদ হোসেনের সাক্ষরিত ফলাফলে লালমনিরহাটের শিবরাম আদর্শ পাবলিক স্কুলকে প্রথম স্থান, দিনাজপুর শিশু কানন স্কুল ও কুড়িগ্রাম সেন্ট্রাল কলেজিয়েট স্কুলকে যৌথভাবে দ্বিতীয় স্থান এবং রংপুরের সৃজনশীল মডেল পাবলিক স্কুলকে ৩য় স্থান হিসেবে ঘোষণা করা হয়।
প্রথম স্থান অর্জন সম্পর্কে জানতে চাইলে শিবরাম আদর্শ পাবলিক স্কুলের প্রধান শিক্ষক আঞ্জুমানারা লতা গণমাধ্যমকে জানান, আমাদের প্রতিষ্ঠানের সকল শিক্ষকদের যৌথ প্রচেষ্টায় আজকের এ অর্জন। পড়াশোনার পাশাপাশি হাতের লেখাকে শিল্পের পর্যায়ে পৌঁছে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান