(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় হাত খরচের টাকা না পেয়ে মা সালমা খাতুনকে শ্বাসরোধ করে হত্যার দায়ে গ্রেফতারকৃত মাদ্রাসা পড়ুয়া ছেলে সাদ বিন আজিজুর রহমানের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বগুড়া আদালত সূত্রে জানা যায় বগুড়ার চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত বুধবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় এই আদেশ দেন। উল্লেখ্য যে, গত রোববার দুপুরে হাত খরচের টাকা না পেয়ে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার জয়পুরপাড়ায় নিজ বাড়িতে শাশ্বরোধ করে মাকে হত্যা করে সাদ বিন আজিজুর রহমান। পরে মায়ের হাত-পা ও মুখ বেঁধে মৃতদেহ ডিপ ফ্রিজের মধ্যে লুকিয়ে রাখে। এরপর কুড়াল দিয়ে বাড়ির আলমারি এবং অন্যান্য আসবাবপত্র ভাঙচুর করে হত্যার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য ডাকাতির নাটক সাজিয়ে প্রচার করে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান