নিজস্ব সংবাদদাতা
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রেনে কাটা পড়ে চার শ্রমিক নিহত হয়েছেন।
আজ সোমবার সন্ধ্যায় করতোয়া এক্সপ্রেস
পাটগ্রাম-লালমনিরহাট রেললাইনের জোংড়া ইউনিয়নের আলাউদ্দিননগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হলেন ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইসলামপুর এলাকার আজিজার রহমান (৫৫), মকবুল হোসেন (৬০), মোবারক হোসেন (৬২) ও একই ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ইসলামনগর এলাকার আব্দুল ওহাব মিয়া (৪৫)।
পাটগ্রাম রেলওয়ে কর্তৃপক্ষ, পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সোমবার সন্ধ্যার কিছু সময় আগে রেললাইনে বসে ধান কাটার চার শ্রমিক (দিনমজুর) তাঁদের পারিশ্রমিক ভাগ করছিলেন। এ সময় পাশেই ধান মাড়াইয়ের মেশিন রাস্তা দিয়ে যাচ্ছিলেন । টাকা ভাগাভাগি অবস্থায় ও মেশিনের শব্দে পাটগ্রাম রেলস্টেশন থেকে ছেড়ে আসা আন্তনগর করতোয়া এক্সপ্রেস ট্রেনের শব্দ বোঝা যায়নি। এতে বগুড়া-সান্তাহারগামী ওই ট্রেনের ধাক্কায় রেললাইনে বসে থাক চারজনই শ্রমিকই ছিটকে পড়ে ঘটনাস্থলে তাঁদের মৃত্যু হয়।
পাটগ্রাম রেলওয়ে স্টেশনমাস্টার নুর আলম ট্রেনের ধাক্কায় চারজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।
লালমনিরহাট রেলওয়ে থানা দায়িত্বরত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক মোমেন বলেন, ‘পাটগ্রামে ট্রেনের ধাক্কায় চারজন নিহতের বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান