ফারুক আহম্মেদ সুজন।।
দ্বিতীয়বারের মতো একসঙ্গে ৩৭জন মোটরযান পরিদর্শক কে লটারি প্রক্রিয়ার মাধ্যমে বদলি করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। তাদের দেশের বিভিন্ন বিআরটিএ সার্কেল ও বিভাগীয় অফিসে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৭-১১-২৪ইং) উপপরিচালক (প্রশাসন) রিপন কুমার সাহা সই করা অফিস আদেশে এই বদলির নির্দেশনা দেয়া হয়।
একটি অফিস আদেশে একসঙ্গে ৩৭ জন মোটরযান পরিদর্শক কে বিভিন্ন বিভাগীয় ও সার্কেল অফিসে বদলি করা হয়েছে।
বিআরটিএ পরিচালক প্রশাসন ( যুগ্মসচিব) মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী বলেন, বিআরটিএ আগে এই নিয়ম অনুসরণ করা হতো না। দ্বিতীয়বারের মতো আমরা লটারির মাধ্যমে বদলি করেছি। বিআরটিএতে ঢাকাসহ দেশের বিভিন্ন সার্কেল ও বিভাগীয় অফিসকে ক, খ, গ, ঘ ক্যাটাগরিতে ভাগ করা হয়। বদলির নিয়ম সাধারণত ক্যাটাগরি মেনে করার কথা। তবে সেটি বিআরটিএর ইতিহাসে কখনো মানা হয়নি। এত দিন কিছু কর্মকর্তা শুধু ভালো জায়গাতেই সুবিধা নিয়েছিলেন। যারা ঢাকায় থাকতেন তারা চট্টগ্রাম বদলি হতেন অথবা চট্টগ্রাম থেকে ঢাকা। তবে এবার বদলিতে লটারি করে ক্যাটাগরি অনুযায়ী বদলি করা হয়েছে। এতে কোনো ধরনের তদবির, প্রভাব বা আর্থিক লেনদেন হওয়ার সুযোগ রইলো না।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান