রাব্বি সরকার: নরসিংদীর রায়পুরা উপজেলার বিভিন্ন এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ড এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) সার্ভিলেন্স অভিযান পরিচালনা করেছেন। মঙ্গলবার (০৫ নভেম্বর) এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় রায়পুরা কামাড়বাড়ী মোড় ‘বেলি ফুড এন্ড বেকারি লি.’ নামীয় প্রতিষ্ঠানের উৎপাদিত বিস্কুট পন্যের সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদ পাওয়া যায়নি। প্রতিষ্ঠানটিকে সিএম লাইসেন্স ও মোড়কজাত সনদগ্রহণ এবং ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণ করার জন্য অনুরোধ করা হয়।
কলেজ রোড ‘মেসার্স হাফসা বেকারি’ নামীয় প্রতিষ্ঠানের বিস্কুট ও কেক পন্যের অনুকূলে হালনাগাদ সিএম লাইসেন্স পাওয়া যায়। কিন্তু মোড়কজাত সনদ পাওয়া যায়নি প্রতিষ্ঠানটিকে মোড়কজাত সনদ ও ডিজিটাল ওজন যন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
শ্রীরামপুর বাজার ‘মেসার্স বিসমিল্লাহ বেকারি’ নামীয় প্রতিষ্ঠানে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। এবং রায়পুরা বাজারে ‘মেসার্স সততা ট্রেডার্স’ নামীয় প্রতিষ্ঠানে ব্যবহৃত লিটার মেজার্স মাপে সঠিক পাওয়া যায়। কিন্তু ভেরিকেশন সনদ না থাকায় তা দ্রুত গ্রহণের জন্য অনুরোধ করা হয়।
এই অভিযান পরিচালনা করেন বিএসটিআই এর নরসিংদী আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক (মেট্রোলজি) শেখ রাসেল। জনস্বার্থে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান।