বাংলার খবর২৪.কম : দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে সফরকারী অস্ট্রেলিয়ার বিপক্ষে ২২১ রানের বিশাল জয় পেয়েছে পাকিস্তান ক্রিকেট দল। ইউনুস খানের দুর্দান্ত ব্যাটিংয়ের সঙ্গে জুলফিকার বাবর ও ইয়াছির শাহের নিয়ন্ত্রত বোলিং দুটি মিলিয়ে অসিদের একরকম উড়িয়েই দিয়েছে মিসবাহ-উল-হকের দল।
দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে টস জিতে প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে ৪৫৪ রান সংগ্রহ করে পাকিস্তান। প্রথম ইনিংসে পাকদের পক্ষে অভিজ্ঞ ব্যাটসম্যান ইউনুস খান ১০৬ এবং সরফরাজ আহম্মেদ ১০৯ রানের দুটি ঝলমলে ইনিংস খেলেন। এছাড়া আসাদ শফিক ৮৯ ও অধিনায়ক মিসবাহ-উল হক ৬৯ রান করেন।
এরপর নিজেদের প্রথম ইনিংসে ৩০৩ রান তুলে গুটিয়ে যায় সফরকারী অস্ট্রেলিয়া। অসিদের পক্ষে ওপেনার ডেভিড ওয়ার্নার ১৩৩ রান করেন।
প্রথম ইনিংসে পাকিস্তানের পক্ষে ইয়াছির শাহ তিনটি উইকেট দখল করেন। এছাড়া জুলফিকার বাবর ও রাহাত আলী দুটি করে উইকেট তুলে নিয়েছেন।
এরপর ১৫১ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ইউনুস খান ও আহমেদ শেহজাদের জোড়া সেঞ্চুরিতে দুই উইকেটে ২৮৬ রান তুলে ইনিংস ঘোষণা করে পাকিস্তান। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও দুর্দান্ত এক সেঞ্চুরি তুলে নিয়ে পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ টেস্ট সেঞ্চুরির রেকর্ড গড়েন ইউনুস খান।
জয়ের জন্য ৪৩৭ রানের টার্গেটে দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে জুলফিকার বাবর ও ইয়াছির শাহের ঘূর্ণি জাদুতে মাত্র ২১৬ রানের গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অসিদের পক্ষে সর্বেচ্চ ৬১ রান করেছেন পেসার মিসেল জনসন।
পাকিস্তানের পক্ষে জুলফিকার বাবর পাঁচটি এবং ইয়াছির শাহ চারটি উইকেট দখল করেছেন। ম্যাচ সেরা নির্বাচিত হয়েছেন জোড়া সেঞ্চুরিয়ান ইউনুস খান। আগামী ৩০ অক্টোবর সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে উভয় দল। ম্যাচ সেরা হন ইউনিস খান।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান