আব্দুর রাজ্জাক (লালমনিরহাট)প্রতিনিধি
সীমান্তবর্তী জেলা লালমনিরহাট, আর এ জেলার বেকার তরুণ-তরুণীদের মাদক সেবন ও অন্যান্য অপরাধের বিস্তার রোধে আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে অসংখ্য বেকার তরুণ তরুণীদের বেকারত্ব দূর করতে কাজ করে যাচ্ছে, লালমনিরহাট আদিতমারী উপজেলার ভেলাবাড়িতে অবস্থিত জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমী
তথ্য ও যোগযোগ প্রযুক্তি বিভাগ এর বিশেষ অনুদান হিসেবে “আউটসোসিং শিক্ষার মাধ্যমে বেকার তরুণ-তরুণীদের বেকারত্ব দূর করে কর্মসংস্থান সৃষ্টি করি” শীর্ষক একটি প্রকল্পের আওতায় জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমীর মাধ্যমে প্রথম রাউন্ডের অবশিষ্ট ৩০ জন শিক্ষার্থীর প্রশিক্ষণ কার্যক্রম গত ২৭-০৬-২০২৪ ৩ তারিখে শুরু হয়ে ৩০-০৯-২০২৪ তারিখে শেষ হয় এবং পরবর্তীতে ২য় রাউন্ডের ৭০ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ কার্যক্রম আদিতমারী সরকারি কলেজ এ অবস্থিত কম্পিউটার ল্যাবে গত ৩১-০৮-২০২৪ ইং তারিখে শুরু হয়ে ০৫-১১-২০২৪ ইং তারিখে শেষ হয়েছে । উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর সমাপনী অনুষ্ঠানটি আদিতমারী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও ) এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, নূর-ই-আলম সিদ্দিকী, আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব মোঃ রফিকুল ইসলাম, আদিতমারী উপজেলা সহকারী প্রোগ্রামার অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাহানারা ট্রেনিং একাডেমীর প্রশিক্ষক জনাব মোঃ রেজাউল করিম এবং জনাব মোঃ নাহিদ আরমান রনি এবং দুটি ব্যাচে প্রশিক্ষণ গ্রহণকারী ১০০ জন প্রশিক্ষণার্থী এবং প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে, প্রকল্প পরিচালক জায়িদ হাসান তার আলোচনায় দেশের অর্থনৈতিক উন্নায়ন স্মার্ট ভিলেজ বিনির্মাণে দেশের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে বলে মন্তব্য করেন। বিশেষ অতিথি তার আলোচনায় তরুণ সমাজ কে উদ্যোক্তা হয়ে দেশের অর্থনৈতিক অগ্রগতির পথকে প্রশস্ত করার আহবান জানিয়েছেন। প্রধান অতিথি তার আলোচনায় আগামীর বাংলাদেশ গড়তে তরুণ সমাজকে এগিয়ে এসে আউটসোর্সিং এর মাধ্যমে কিভাবে দেশের রেমিটেন্সের পরিমান বৃদ্ধি করে দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নেয়া যায় সে ব্যাপারে গুরুত্বারোপ করেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান