বিপুল ইসলাম আকাশ,সুন্দরগঞ্জ(গাইবান্ধা), প্রতিনিধিঃ
মা ইলিশ সংরক্ষণ অভিযান সমাপ্ত। সরকারি নিদের্শনা মোতাবেক গত ১৩ অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত বিভিন্ন নদীতে মা ইলিশ নিধন বন্ধ ছিল । রোববার গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার কাপাসিয়া ইউনিয়নে তিস্তা নদীতে সর্বশেষ মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ১ হাজার মিটার জাল জব্দ করেন উপজেলা সহকারি কমিশনার ভুমি মো. মাসুদুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য অফিসার মো. তারিকুল ইসলাম সাবু, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো ওয়ালিফ মন্ডল প্রমূখ।
জানা গেছে, উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে গত ২২ দিনে উপজেলায় মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালনা করে প্রায় ৫০ হাজার মিটার জাল ও ২৫ কেজি ইলিশ মাছ জব্দ করা হয়। জাল সমুহ আগুনে পুড়ে ফেলা হয় এবং জব্দকৃত মাছগুলো বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।
উপজেলা মৎস্য অফিসার বলেন, গত ২২দিন মাছ না ধরার জন্য উপজেলার ১ হাজার ৩০০ জন জেলের প্রত্যেকে ২৫ কেজি করে সাধারণ সহায়তার চাল বিতরণ করা হয়। তারপরও তারা গোপনে মা ইলিশ শিকার করেন। উপজেলায় কার্ডধারী জেলের সংখ্যা ৩ হাজার ২০৩ জন। শুধুমাত্র তিস্তা নদীর ধারে অবস্থিত ৬টি ইউনিয়নের জেলেদের সহায়তা প্রদান করা হয়।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান