মোঃ আনিছুর রহমান পাটগ্রাম প্রতিনিধি।
দেশে নিষিদ্ধ পলিথিন ও পলিথিন শপিং ব্যাগ উৎপাদন, মজুদ, পরিবহন, বিপনণ ও ব্যবহার বন্ধের অংশ হিসেবে লালমনিরহাট পাটগ্রাম ভিতর বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। সোমবার (৪ নভেম্বর) বেলা ১১টা থেকে ১২ টা পর্যন্ত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: নুরুল ইসলাম এ অভিযান পরিচালনা করেন। এ সময় বাজারের পলিথিন বিক্রি ও মজুদ করার বিভিন্ন দোকান থেকে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়
এ বিষয়ে পাটগ্রাম উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ নুরুল ইসলাম বলেন, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ অভিযান ধারাবাহিকতা অব্যাহত থাকবে। এ সময় উপস্থিত ছিলেন পাটগ্রাম থানা পুলিশের একটি বিশেষ দল ও সাংবাদিকবৃন্দরা।