মোঃ আব্দুর রাজ্জাক লাল মনিরহাট:
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) কর্তৃক সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৫৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১ কেজি গাঁজাসহ ০১টি চার্জার ভ্যান আটক হয়েছে।
বিজিবি তার প্রতিষ্ঠালগ্ন হতে বাংলাদেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষা, সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা, অবৈধ অনুপ্রবেশ রোধ, চোরাচালান প্রতিরোধ ও মাদক পাচার রোধে নিরলসভাবে দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় ০২ নভেম্বর ২০২৪ তারিখ লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ অনন্তপুর এবং ঝাউরানী বিওপির টহলদল কর্তৃক অনন্তপুর বিওপি ০২ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ০৪:৩০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ অনন্তপুর বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৯৪৮/৪-এস হতে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নাগরাজ (থানা-ফুলবাড়ী, জেলা-কুড়িগ্রাম) নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ২২৩ বোতল, গাঁজা-০১ কেজিসহ ০১টি বাইসাইকেল আটক করেছে। এবং ঝাউরানী বিওপি ০২ নভেম্বর ২০২৪ তারিখ আনুমানিক ১২:৩০ ঘটিকায় লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর অধীনস্থ ঝাউরানী বিওপির টহলদল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত পিলার ৯০৯/এমপি হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঝাউরানী বাজার (থানা-হাতিবান্ধা, জেলা-লালমনিরহাট) নামক স্থানে অভিযান পরিচালনা করে আসামী বিহীন ভারতীয় ফেন্সিডিল ৩৪৯ বোতলসহ ০১টি চার্জার ভ্যান আটক করেছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান