স্টাফ রিপোর্ট, লালমনিরহাট
লালমনিরহাটে উত্তর বাংলা কলেজের শিক্ষিকা তাবাসসুম মুসতাজিরকে হয়রানি ও হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ওই শিক্ষিকা।
সোমবার দুপুরে স্থানীয় একটি রেস্টুরেন্টে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত সময়ে কলেজটি স্থানীয় আওয়ামীলীগের নেতাদের চায়ের আড্ডাখানা ছিল। উত্তর বাংলা কলেজের গভর্ণিং বডি এবং কলেজের প্রতিষ্ঠাতা ড. মোজাম্মেল হক এর অনিয়ম, দূর্নীতি ও অনিয়মতান্ত্রিকভাবে বরখাস্তকরণের বিরুদ্ধে প্রতিবাদের কারনে তাঁকে নানাভাবে হয়রানি ও হেনস্থা করা হচ্ছে। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের “প্রতিবন্ধী প্রজন্ম” বলা অধ্যক্ষ আব্দুর রউফ সরকারও তাকে সাইবার ট্রাইব্যুনালে মামলা দিয়ে সামাজিকভাবে হেনস্তার করছেন।
সংবাদ সম্মেলনে ওই শিক্ষিকার মা আমেনা শিরিন মুসতাযির এবং জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান