বাংলার খবর২৪.কম : দারিদ্র বিমোচনে গ্রামীণ শিল্পায়নের উপর বিস্তারিত গবেষণা অতি জরুরি বলে মন্তব্য করেছেন বিজ্ঞান ও প্রযুক্তি প্রতিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।
রোববার বিকেল ৩ টায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত পিকেএসএফ (পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন) এর ২৫ বছর পদার্পণ উপলক্ষে ‘রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানের অংশ হিসেবে আয়োজিত দ্বিতীয় সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গ্রামীণ শিল্পায়নের উপর বিস্তারিত গবেষণার মাধ্যমে বৈজ্ঞানিক পন্থায় গ্রামীণ শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করা যাবে।
বাংলাদেশের মানুষকে বিজ্ঞানমনস্ক উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, প্রযুক্তি এখন মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে। তাদেরকে সাহায্য এবং প্রশিক্ষণ দিতে পারলে মানুষ তার নিজের মতো করেই উন্নতি করতে পারবে।
পিকেএসএফ এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল করিম বলেন, পল্লী এলাকায় শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিকে দারিদ্র বিমোচনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা যায়। পিকেএসএফ এ লক্ষ্যে কাজ করছে। পিকেএসএফ সারাদেশে ৬০০ টি ব্যবসা গুচ্ছ চিহ্নিত করেছে এবং এর অনেক গুলোতে অর্থায়ন করছে।
এছাড়া সেমিনারে আরো উপস্থিত ছিলেন, ডেভেলপমেন্ট স্পেশালিষ্ট মাহবুবুল ইসলাম খান, জাগরণী চক্র ফাউন্ডেশনের পরিচালক মো. ওয়াহিদুজ্জামান প্রমুখ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান