ফারুক আহম্মেদ সুজন !
অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশে আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতীম ছাত্রসংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধের ঘোষণায় আনন্দ মিছিল করছে ডেমরা থানা বিএনপিসহ অঙ্গসংগঠন।
বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় উল্লাসিত ডেমরা থানা বিএনপিসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গ সংগঠন ডেমরার স্টাফ কোয়ার্টার থেকে আনন্দ মিছিল বের করেন।
স্বৈরাচারী হাসিনা সরকারের আমলে বিগত ১৭ বছর ছাত্রলীগের জুলুম, হত্যা, নির্যাতন, ধর্ষন, সন্ত্রাসী কার্যকলাপ এবং বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে ছাত্রলীগ কতৃক গুলি করে ছাত্র জনতা হত্যার করার দায়ে, অন্তর্বতীনকালীন সরকারের নির্দেশে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষনা করা হয়। এই অবস্থায় সরকার ‘সন্ত্রাস বিরোধী আইন, ২০০৯’ এর ধারা ১৮ এর উপ-ধারা (১) এ প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’কে নিষিদ্ধ ঘোষণা করল এবং ওই আইনের তফসিল-২ এ ‘বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্ত্বা হিসেবে তালিকাভুক্ত করল। এছাড়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এমন সময় উপযোগী সিদ্ধান্ত নেওয়ায় অন্তবর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে ঢাকা ৫ আসনের সমন্বয়ক আলহাজ্ব নবী উল্লাহ নবীর তত্বাবধানে ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত কমিটির সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম এবং সাধারণ সম্পাদক আনিসুজ্জামানের নেতৃত্বে ডেমরা থানা বিএনপির ও অঙ্গসংগঠনের পক্ষ হতে ডেমরা ষ্টাফ কোয়ার্টার হতে আনন্দ মিছিল বের করা হয়।
এসময় ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সভাপতি এস এম রেজা চৌধুরী সেলিম, ছাত্রসমাজসহ এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, ছাত্রলীগের লুকিয়ে থাকা সন্ত্রাসীদের খুঁজে বের করে পুলিশে কাছে সোপর্দ করতে হবে, যাতে ছাত্রলীগের কেউ বিচার থেকে রেহাই না পায়।
ডেমরা থানা বিএনপির প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো.আনিসুজ্জামান বলেন, ছাত্রলীগের নেতাকর্মীদের অবিলম্বে আইনের আওতায় এনে দ্রুত বিচার করতে হবে।
৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম বলেন, দেশের বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ক্যাম্পাসে ছাত্রলীগ দীর্ঘ ১৬ বছর ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসছে। কিন্তু তাদের বিরুদ্ধে কথা বলার মতো কেউ ছিলো না। শিক্ষার্থীদের ন্যায্য আন্দোলনে তারা হামলা করেছে। সারাদেশে তারা অসংখ্য মানুষের ওপর নির্যাতন চালিয়েছে। তাই ছাত্রলীগের মতো সন্ত্রাসী সংগঠনকে নিষিদ্ধ করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে ধন্যবাদ জানাই।
ডেমরা থানা ছাত্রদলের আহবয়ক মাসুদ রানা বলেন, ছাত্রলীগের নিষিদ্ধ ‘এটি নিঃসন্দেহে আমাদের জন্য একটি বড় মুহূর্ত..গত ১৬ বছর সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কেউ কথা বলতে পারেনি।’ ছাত্রলীগ একটি ভয়ের রাজ্য তৈরি করে রেখে ছিলো।
এসময় আরো উপস্থিত ছিলেন ডেমরা থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও ডেমরা থানা বিএনপি নেতা মনির হোসেন খান, আওলাদ হোসেন, ফারুক আহমেদ সাদু, ৬৬ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নুর হোসেন ভুঁইয়া, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম তালুকদার, ৬৭ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী জয়নাল
আবেদীন, সাধারণ সম্পাদক মোঃ দুলাল ভুইঁয়া,৬৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি গোলাম সারোয়ার লিটন, সাধারণ সম্পাদক জাকির হোসেন খান, ৬৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক আবদুল হাই,৭০ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ গরিব উল্লাহ, সাধারণ সম্পাদক আবু নোমান বেপারী, ডেমরা থানা যুবনেতা ডাঃ রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, মোঃ মনির মুন্সি, রাসেল খান রাকিব, মোঃ প্রকাশ হক, ঢাকা মহানগর দক্ষিন ছাত্রদলের যুগ্ম আহবায়ক রুবেল আহমেদ রানা, ডেমরা থানা ছাত্রদলের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব তৌফিকুর রহমান শাওন, সিনিয়র যুগ্ম আহবায়ক মহারাজ মোঃ সাগর, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শওকত আকবর, সিনিয়র যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম মানিক, শ্রমিক দলের সদস্য সচিব মাজহারুল আনোয়ার, কৃষক দলের আহবায়ক মোঃ শ্যামল সহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান