অপরাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ , সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল
শিরোনাম :
Logo লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত Logo সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো নেশা তুহিনের Logo ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত। Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo বিআরটিএতে লটারি’র মাধ্যমে ৩৭ জন মোটরযান পরিদর্শক বদলি Logo সুন্দরগঞ্জে কর্মরত সাংবাদিকদের সাথে থানার ওসির মতবিনিময় Logo নাটোরে আগাম জাতের আমন ধান কাটার ধুম  পড়ছে                      Logo রায়পুরা উপজেলায় ‘বিএসটিআই’ এর সার্ভিলেন্স অভিযান Logo বিএনপি নেতার বাড়ি ভাঙচুর,লুটপাট ১৪ মাস পর সাংবাদিকসহ ৫৭ জনের নামে মামলা! Logo জাহানারা কম্পিউটার ট্রেনিং একাডেমীতে আউটসোর্সিং শিক্ষার মাধ্যমে তরুণ-তরুণীদের কর্মসংস্থান সৃষ্টি হচ্ছে

রক্তের ফোঁটা সেচ্ছাসেবী সংগঠনের সফলতা ও মানবিক ডাক্টার জহির উদ্দিন মো : বাবরের অর্জন

নিউজ ডেক্স

আজকের নাইটি আমার জীবনের অন্যতম এক স্মরনীয় রাত্রি।

রাত ১১ টা নাগাত দহগ্রাম থেকে মরিয়ম নামে এক গর্ভবতী মা আসেন জরুরি বিভাগে প্রসাব আটকে যাওয়ার সমস্যা নিয়ে সাথে তিনি ১০ মাসের গর্ভবতী।
আমরা পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি করে দেই।
ইনডোরে আমাদের দক্ষ নার্স লাকি তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রসাব বের করে দেন। জরায়ু মুখ ২ ফিঙ্গার লুজ থাকায় তাকে হাসপাতালে থেকে বাচ্চা প্রসব করতে বলেন।
কিন্তু রোগীর লোক নাছোড়বান্দা, তারা জোর করে রোগী দহগ্রামে নিয়ে চলে যায়।
পরবর্তীতে ফজরের দিকে রোগীর ডেলিভারি সম্পন্ন হয়। বাড়ীতে কিন্তু প্লাসেন্টা( ফুল) আটকে যায়। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে যখন রোগীকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তখন সকাল ৮ টা বাজে,
এর মধ্যে রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়ে শকে চলে যায়। রোগীর প্রেসার কমে যায়, পুরে শরীর ফ্যাকাশে হয়ে গেছে।
এই রোগীর দ্রুত ফুল বের করা না গেলে রোগীর মৃত্যু প্রায় নিশ্চত।

আমরা রোগীকে পাওয়া মাত্রই উপরে না পাঠিয়ে জরুরি বিভাগেই চিকিৎসা শুরু করি।
তার দুই হাতে ক্যানুলা করা হয়। রক্তের গ্রুপ জানা না থাকায় রক্ত পরীক্ষা করতে পাঠানো হয় ও একই সাথে রক্তচাপ বাড়ানোর স্যালাইন পুশ করা হয়।
উপর থেকে দ্রুত নার্স লাকি কে নিচে নিয়ে এসে তার ফুল বের করার চেষ্টা চলতে থাকে।
এভাবে প্রায় ১ ঘন্টস যুদ্ধ করে আমরা রোগীর ফুল বের করতে সক্ষম হয়।
এর মধ্যে অন্যান্য চিকিৎসা দিয়ে রোগীকে স্ট্যাবল করে উপরে ইনডোরে পাঠানো হয়।

এই সার্বিক কাজে আমাকে সহায়তা করেন আমার টিম মেম্বার জনাব Rashel Islam, Anjuman Lucky jahangir alam.
রোগীদের প্রতি অনুরোধ অতি উৎসাহি হয়ে ডাক্তারের কথা না শুনে অন্য করাও দ্বারা প্ররোচিত হয়ে নিজের জীবন বিপন্ন করবেন না।
আর গর্ববতী হলে অব্যশই নিজের রক্তের গ্রুপ ও আল্ট্রাসনোগ্রাম সহ মিনিমাম পরীক্ষাগুলো করে রাখবেন।
মনে রাখবেন সময়ের একফোঁড়, অসময়ের দশ ফোঁড়। রোগীর লোককে ডাঃ জহির উদ্দিন বাবর পাঁচ ব্যাগ রক্তের কথা বলেন,রোগীর লোক
রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে রক্তের জন্য যোগাযোগ করা হলে তারা খুব দ্রুত এক ব্যাগ রক্ত ম্যানেজ করে এ সময় রোগীকে দেন। বাকি ৪ ব্যাগ রক্ত ম্যানেজ করে দেন রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি
মোঃ যুবাইর ইসলাম লাবু
বলেন যে আমরা মানুষের কল্যাণে কাজ করতেছি এবং করতে চাই,সবাই আমাদের জন্য দোয়া করবেন।

Tag :
জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে ট্রেনে কাটা পড়ে ৪ শ্রমিক নিহত

রক্তের ফোঁটা সেচ্ছাসেবী সংগঠনের সফলতা ও মানবিক ডাক্টার জহির উদ্দিন মো : বাবরের অর্জন

আপডেট টাইম : ০৩:১১:২২ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০২৪

নিউজ ডেক্স

আজকের নাইটি আমার জীবনের অন্যতম এক স্মরনীয় রাত্রি।

রাত ১১ টা নাগাত দহগ্রাম থেকে মরিয়ম নামে এক গর্ভবতী মা আসেন জরুরি বিভাগে প্রসাব আটকে যাওয়ার সমস্যা নিয়ে সাথে তিনি ১০ মাসের গর্ভবতী।
আমরা পরীক্ষা নিরীক্ষা করে হাসপাতালে ভর্তি করে দেই।
ইনডোরে আমাদের দক্ষ নার্স লাকি তাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে প্রসাব বের করে দেন। জরায়ু মুখ ২ ফিঙ্গার লুজ থাকায় তাকে হাসপাতালে থেকে বাচ্চা প্রসব করতে বলেন।
কিন্তু রোগীর লোক নাছোড়বান্দা, তারা জোর করে রোগী দহগ্রামে নিয়ে চলে যায়।
পরবর্তীতে ফজরের দিকে রোগীর ডেলিভারি সম্পন্ন হয়। বাড়ীতে কিন্তু প্লাসেন্টা( ফুল) আটকে যায়। অনেক চেষ্টার পর ব্যর্থ হয়ে যখন রোগীকে পাটগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তখন সকাল ৮ টা বাজে,
এর মধ্যে রোগীর প্রচুর রক্তক্ষরণ হয়ে শকে চলে যায়। রোগীর প্রেসার কমে যায়, পুরে শরীর ফ্যাকাশে হয়ে গেছে।
এই রোগীর দ্রুত ফুল বের করা না গেলে রোগীর মৃত্যু প্রায় নিশ্চত।

আমরা রোগীকে পাওয়া মাত্রই উপরে না পাঠিয়ে জরুরি বিভাগেই চিকিৎসা শুরু করি।
তার দুই হাতে ক্যানুলা করা হয়। রক্তের গ্রুপ জানা না থাকায় রক্ত পরীক্ষা করতে পাঠানো হয় ও একই সাথে রক্তচাপ বাড়ানোর স্যালাইন পুশ করা হয়।
উপর থেকে দ্রুত নার্স লাকি কে নিচে নিয়ে এসে তার ফুল বের করার চেষ্টা চলতে থাকে।
এভাবে প্রায় ১ ঘন্টস যুদ্ধ করে আমরা রোগীর ফুল বের করতে সক্ষম হয়।
এর মধ্যে অন্যান্য চিকিৎসা দিয়ে রোগীকে স্ট্যাবল করে উপরে ইনডোরে পাঠানো হয়।

এই সার্বিক কাজে আমাকে সহায়তা করেন আমার টিম মেম্বার জনাব Rashel Islam, Anjuman Lucky jahangir alam.
রোগীদের প্রতি অনুরোধ অতি উৎসাহি হয়ে ডাক্তারের কথা না শুনে অন্য করাও দ্বারা প্ররোচিত হয়ে নিজের জীবন বিপন্ন করবেন না।
আর গর্ববতী হলে অব্যশই নিজের রক্তের গ্রুপ ও আল্ট্রাসনোগ্রাম সহ মিনিমাম পরীক্ষাগুলো করে রাখবেন।
মনে রাখবেন সময়ের একফোঁড়, অসময়ের দশ ফোঁড়। রোগীর লোককে ডাঃ জহির উদ্দিন বাবর পাঁচ ব্যাগ রক্তের কথা বলেন,রোগীর লোক
রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদককে রক্তের জন্য যোগাযোগ করা হলে তারা খুব দ্রুত এক ব্যাগ রক্ত ম্যানেজ করে এ সময় রোগীকে দেন। বাকি ৪ ব্যাগ রক্ত ম্যানেজ করে দেন রক্তের ফোঁটা স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি
মোঃ যুবাইর ইসলাম লাবু
বলেন যে আমরা মানুষের কল্যাণে কাজ করতেছি এবং করতে চাই,সবাই আমাদের জন্য দোয়া করবেন।