বাংলার খবর২৪.কম : দেশের আইটি গ্রাজুয়েট ও পেশাজীবীদের আর্ন্তজাতিক দক্ষতা নির্ণয়ের জন্য অনুষ্ঠিত হলো ইনফরমেশন টেকনোলজি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন (আইটিইই)। আইটিপেকের অনুমোদনের পর এবারই প্রথম প্রাতিষ্ঠানিকভাবে অংশ নেয় বাংলাদেশ।
রোববার জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির (জাইকা) সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, চুয়েট, কুয়েট ও রুয়েটে একযোগে বাংলাদেশের আইটি পেশাদাররা সম্পূর্ণ বিনা খরচে এই পরীক্ষায় অংশ নেয়।
পরীক্ষা পদ্ধতি পরিদর্শন ও পর্যবেক্ষণ করেন শিক্ষা সচিব নজরুল ইসলাম খান, প্রকল্প পরিচালক ড. শেখ আমজাদ হোসেন, প্রকল্পের প্রধান উপদেষ্টা হিদিও হোয়া, প্রকল্পের সমন্বয়ক আকিহিরো সুজি ও জাপানের ই-লানিং প্রতিষ্ঠান কেজেএস’র প্রতিনিধিদল।
প্রসঙ্গত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ‘বাংলাদেশ আইটি ইঞ্জিনিয়ার্স এক্সামিনেশন সেন্টার (বিডি-আইটেক)’ এর মাধ্যমে দেশে জাপান সরকারের সহায়তায় তথ্য প্রযুক্তি পেশাজীবীদের দক্ষতা নির্ণয়ক আইটিই পরীক্ষা পদ্ধতি চালু করা হয়।
আইটিইই জাপানে আইটি প্রফেশনালদের মান নির্ধারক জাতীয় পরীক্ষা পদ্ধতি হিসেবে পরিচিত। প্রতিবছর এশিয়ার ১৩টি দেশের পাঁচ থেকে ছয় লাখ পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে থাকে।
ধারণা করা হচ্ছে, বাংলাদেশে এই পরীক্ষা পদ্ধতি চালুর ফলে দেশের আইটি পেশাজীবীদের তাদের দক্ষতার নির্ণয় করতে পারবেন। এই সার্টিফিকেট অর্জনের ফলে দেশে ও আন্তর্জাতিক পর্যায়ে তাদের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে এবং বিদেশে বড় ধরনের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।