লালমনিরহাট প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের প্রতিবন্ধী প্রজন্ম বলায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করেছেন এস তাবাসসুম তামান্না।লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকার মানিক গত জুলাইয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন তার নিজের ফেসবুক আইডি তে পোস্ট দিয়েছিলেন "যারা আন্দোলন করছে তারা হলো প্রতিবন্ধী প্রজন্ম।"এই স্ট্যাটাস এর বিরুদ্ধে একই কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এস তাবাসসুম তামান্না অধ্যক্ষ আব্দুর রউফ সরকার মানিকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন সহ তাকে উত্তর বাংলা কলেজ থেকে বহিষ্কারের দাবিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনশনে বসেন।
আজ রবিবার দুপুর ১২ টা থেকে সন্ধ্যা পর্যন্ত লালমনিরহাট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনশন কর্মসূচি পালন করছেন তিনি।
শেষ বিকালে জেলা প্রশাসক এইচএম রকিব হায়দার ও পুলিশ সুপার তরিকুল ইসলাম এসে আগামী বৃহস্পতিবার এর মধ্যে অধ্যক্ষ আব্দুর রউফ সরকার মানিকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করার আশ্বাস দিয়ে তাকে জুস ও পানি পান করিয়ে তাকে অনশন ভঙ্গ করান, সে সময়ে একাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।
এ বিষয়ে তাবাসসুম তামান্না সাংবাদিকদের জানায় যে, পুলিশ সুপার ও জেলা প্রশাসক ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রদান করেছেন তাই আমি অনশন কর্মসূচি ভঙ্গ করলাম।
উল্লেখ্য যে এর আগে একই কলেজের অধ্যক্ষর অনিয়ম এর প্রতিবাদ করায় তামান্নার বিরুদ্ধে সাইবার ট্রাইবুনালে মামলা দায়ের করে হয়রানি করা হয়।মামলাটি বিচারাধীন রয়েছে তবে এ বিষয়ে এস, তাবাসসুম তামান্না বলেন বিভিন্ন ভাবে মিথ্যার আশ্রয় নিয়ে আমাকে হয়রানি করা হচ্ছে।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান