(বগুড়া) প্রতিনিধি:
বগুড়ায় আরাফাত রহমান কোকো স্মৃতি টি-টুয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে শহরের সেন্ট্রাল স্কুল মাঠে শহীদ তোতা স্মৃতি সংঘের আয়োজনে এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। উত্তরবঙ্গের ১০টি স্বনামধন্য টিমের সমন্বয়ে অনুষ্ঠিত এই টুর্নামেন্টের বেলুন ও ফেস্টুন উড়িয়ে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি বগুড়া শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু। শহীদ তোতা স্মৃতি সংঘের সভাপতি নাহিদুজ্জামান নিশাদের তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদক সামিউল হকের সার্বিক ব্যবস্থাপনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজ'র সভাপতি সাইরুল ইসলাম, বগুড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ। এসময় অন্যান্যদের মাঝে আরও উপস্থিত ছিলেন, শাহাজানপুর উপজেলা বিএনপির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আতাউর রহমান শামীম, বাইক কর্নারের ব্যবস্থাপনা পরিচালক নাহিদ হাসান, জেলা যুবদল নেতা রাকিবি হাসান মানিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক আসিফ মাহমুদ, ৮ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাগর কুমার রায়, ছাত্রদল নেতা সাজু আহম্মেদ রবি প্রমুখ। আয়োজন প্রসঙ্গে শহীদ তোতা স্মৃতি সংঘের সাধারণ সম্পাদক সামিউল হক জানান, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ যুবসমাজকে মাদক ও সন্ত্রাস থেকে দূরে রাখতে তাদেরকে ক্রীড়াঙ্গনমুখী করতে হবে। সেই নির্দেশনা বাস্তবায়নে জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসানের দিক নির্দেশনায় বগুড়ার ঐতিহ্যবাহী শহীদ তোতা স্মৃতি সংঘের মাধ্যমে প্রথমবারের মতো তারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন। যেখানে রাজধানী ঢাকা, পাবনা ও রংপুরসহ বিভিন্ন জেলার ১০টি স্বনামধন্য ক্রিকেট দল অংশ নিয়েছেন। শনিবার থেকে শুরু হওয়া এই টুর্নামেন্টে মোট ৪৯টি খেলা অনুষ্ঠিত হবে যার মাধ্যমে ইতিমধ্যেই বগুড়ার ক্রীড়ামোদী মানুষের মাঝে প্রাণ চঞ্চলতার সঞ্চার হয়েছে। প্রতিবছর এই টুর্নামেন্টের ধারাবাহিকতা বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সামিউল হক।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান