বাংলার খবর২৪.কম : কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের দুধকুমর নদের পূর্বপাড়ে আনছারহাট ফলিমারী চরে দুই সপ্তাহ যাবত ১৪-১৫ টি বানর দল বেঁধে চরের মানুষের বাড়ি ঘড়ে ঢুকে যা পাচ্ছে তাই খেয়ে সাবাড় করছে।
জানা যায়, বানরের তাণ্ডবে গ্রামবাসীরা অতিষ্ঠ হয়ে গত ২/৩ দিন থেকে পাহারা বসিয়েছেন। অনেকের বাড়িতে বানরগুলো খাবার খুঁজতে ঢুকলে গ্রামের লোকজন লাঠিসোটা নিয়ে বাড়িটিকে চারিদিক থেকে ঘিরে ফেলে এবং বানরগুলোকে ধরার চেষ্টা করে। এতে বানররা ক্ষিপ্ত হয়ে ৪ জনকে চোখে মুখে কামড় দেয় এবং ১ জনের কান কামড়ে ছিঁড়ে আহত করে পালিয়ে যাওয়ার সময় জাল ফেলে একটি বানরকে আটক করেছে গ্রামবাসী। পরে আহতরা স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা নেয়।
চরাঞ্চলের মানুষের অভিযোগ, গত কয়েকদিন ধরে উপজেলা বন ও প্রাণী সম্পদ বিভাগকে খবর দিলেও তারা কেউ সরেজমিনে আসেনি। বানরগুলো পাশ্ববর্তী ভারতের আসাম রাজ্যের বনজঙ্গল থেকে এসেছে। এর ফলে চরের লোকজনের মধ্যে বানর আতংক ছড়িয়ে পড়ে।
চরের মোজাফফর হোসেন, ছালাম ও মহসিন আলী জানান, বানরগুলো এতই চালাক যে, নিমিষেই ঘরে ঢুকে ভাত, চাল, কলা ও কাঁচা সবজিসহ যা পাচ্ছে খেয়ে ফেলছে। কেউ তাড়াতে গেলেই ক্ষিপ্ত হয়ে তার উপর লাফিয়ে পড়ে আঘাত করার চেষ্টা করে।
নাগেশ্বরী উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম সরকার বলেন, চর এলাকায় তো কোন পাহাড় বা বনজঙ্গল নেই বানর আসার কথা নয়। এগুলো গত বন্যায় ভারতের আসাম রাজ্য থেকে স্রোতে ভেসে এসে থাকতে পারে ।
এ বিষয়ে নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হায়াত মো : রহমতুল্লাআহ বলেন, বিষয়টি জানা মাত্র বানরটি উদ্ধারের জন্য উপজেলা বন কর্মকর্তাকে নির্দেশ দেয়া হয়েছে।
বন কর্মকর্তা সাদেকুল ইসলাম শাহিন জানান, ‘রোববার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখলাম বানরটি খুবই অসুস্থ্য তাই চিকিৎসার জন্য গ্রামবাসীর জিম্মায় দিয়ে এসেছি। ভারতের বানরগুলো কাঁটাতারের বেড়া পেরিয়ে চরের কলা বাগানের কলা খেতে আসে আবার কলা খেয়ে চলে যায়’।
প্রকাশক - ফারুক আহমেদ, যোগাযোগ : হাজী এম.এ গফুর স্কয়ার মার্কেট, দ্বিতীয় তলা , ষ্টাফ কোয়ার্টার, ডেমরা, ঢাকা- ১৩৬০। ফোন:০২ ৯৩৪৭৬৯, মোবাইল :০১৭৬১৮৮৫৯১৫,০১৯১২৭৭১০৫৪,০১৮১০১২৭২০৯, ইমেইল:banglarkhabar24@gmail.com, তথ্য মন্ত্রনালয় নিবন্ধিত নিউজ পোর্টাল, নিবন্ধন নম্বর: ৫৪.
বাংলার খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান